বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: অকারণেই আইপিএল থেকে নাম প্রত্যাহার অ্যাটকিনসনের, চাপ না নিয়ে আগেভাগেই বদলি ঠিক করে ফেলল KKR
পরবর্তী খবর
IPL 2024: অকারণেই আইপিএল থেকে নাম প্রত্যাহার অ্যাটকিনসনের, চাপ না নিয়ে আগেভাগেই বদলি ঠিক করে ফেলল KKR
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2024, 06:50 PM ISTTania Roy
আইপিএলের তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, অ্যাটকিনসন আর ২০২৪ আইপিএলে অংশ নেবেন না। কিন্তু কেন অংশ নেবেন না, তার কারণ কারণ কিছু বলা হয়নি। এদিকে অ্যাটকিনসনের বদলিও ইতিমধ্যে খুঁজে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
গাস অ্যাটকিনসন।
ইংল্যান্ডের আর এক ফাস্ট বোলার ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মার্ক উডের পর ২৬ বছর বয়সী গাস অ্যাটকিনসন এই বছরের জুনে অনুষ্ঠিত হতে চলা আইপিএলে অংশ নেবেন না।
এই মরশুমে ১ কোটি টাকায় অ্যাটকিনসনকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে অংশ নেবেন না। তবে অ্যাটকিনসনের বদলিও ঠিক করে ফেলেছে কেকেআর। ঘোষণা করা হয়েছে তাঁর নামও।
আইপিএলের তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে, অ্যাটকিনসন আর ২০২৪ আইপিএলে অংশ নেবেন না। তাঁর বদলে শ্রীলঙ্কার স্পিডস্টার দুষ্মন্ত চামেরাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিজ্ঞপ্তিতে লেখা, ‘কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর আসন্ন সংস্করণের জন্য ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে দুষ্মন্ত চামেরাকে দলে নিয়েছে।’
সেই বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়েছে, ‘দুষ্মন্ত চামেরাকে ভারতীয় মুদ্রায় ৫০ লাখের বেস প্রাইসে দলে নিয়েছে কেকেআর। শ্রীলঙ্কার এই স্পিডস্টার তাঁর গতির জন্য পরিচিত। এবং তাঁর সুইং ও সিম মুভমেন্টে ব্যাটসম্যানদের বেশ চাপে ফেলে দেয়। এর আগে তিনি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন যথাক্রমে ২০১৮ এবং ২০২১ আইপিএল মরশুমে। তিনি ২০২২ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এবং লখনউয়ের হয়ে তিনি ১২টি ম্যাচে ন'টি উইকেট তুলে নিয়েছিলেন।’
অ্যাটকিনসনের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য কোন কারণ দেখানো হয়নি। অনেকটা মার্ক উডের মতোই। যদিও ইংলিশ মিডিয়ায় রিপোর্ট বলা হয়েছিল যে, ইসিবি (ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড) আইসিসি টুর্নামেন্টের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য খেলোয়াড়দের আইপিএল থেকে সরে দাঁড়াতে বলেছে।
দুষ্মন্ত চামেরা কলকাতা নাইট রাইডার্সের নিঃসন্দেহে শক্তি জোগাবে। কেকেআর-এ ইতিমধ্যে আন্দ্রে রাসেল রয়েছে। এবং নিলামে লড়াই করে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। তবে চাপের বিষয় হল, চামেরা এই মুহূর্তে চোট পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচে তারকা প্লেয়ার তাঁর চতুর্থ ওভারে বোলিং করার সময়ে চোট পান। যে কারণে সিরিজের পরের দুই ম্যাচে অংশ নেননি তিনি।
শ্রীলঙ্কার দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা খেলোয়াড়ের চোট সম্পর্কে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘তিনি এখন ভালো রয়েছেন। তবে বিশেষজ্ঞরা কিছু না বললে, আমরা ওর চোটের সঠিক প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে পারব না।’