আবার একটা খারাপ মরশুম কাটতে চলেছে প্রীতির পঞ্জাব কিংসের। IPL 2024-এ নিজেদের প্রায় অর্ধেকের বেশি ম্য়াচ খেলে ফেলেছে পঞ্জাব তবু তারা সেভাবে সাফল্য পায়নি। আটটি ম্য়াচ খেলে তারা জিতেছে মাত্র দুটিতে। এবারের প্লে অফের যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। চলুন দেখে নেওয়া যাক কোথায় ভুল করল পঞ্জাব কিংস।
Ad
কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব কিংস (ছবি-AFP)
আবার একটা খারাপ মরশুম কাটতে চলেছে প্রীতির পঞ্জাব কিংসের। IPL 2024-এ নিজেদের প্রায় অর্ধেকের বেশি ম্য়াচ খেলে ফেলেছে পঞ্জাব তবু তারা সেভাবে সাফল্য পায়নি। আটটি ম্য়াচ খেলে তারা জিতেছে মাত্র দুটিতে। ফলে পয়েন্ট টেবিলেরও একেবারে শেষের দিক থেকে দুই নম্বরে রয়েছে তারা। এবারের প্লে অফের যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, চলুন দেখে নেওয়া যাক কোথায় ভুল করল পঞ্জাব কিংস।
পঞ্জাব কিংসের প্রথম ৮ ম্যাচের ফলাফল:-
১) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার উইকেটে জয়
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার উইকেটে হার
আট ম্যাচ খেলার পরে তারা ছয়টি ম্যাচ হেরেছে ও মাত্র দুটি ম্য়াচ জিতেছে। এর ফলে আট ম্য়াচের পরে তাদের পকেটে রয়েছে মাত্র চার পয়েন্ট। পঞ্জাব কিংস এই মুহূর্তে রয়েছে তালিকার নয় নম্বরে, ফলে তাদের প্লে অফ যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
পঞ্জাব কিংসের কাদের বিরুদ্ধে এখনও ম্য়াচ খেলতে হবে:-
পঞ্জাব কিংসকে এখনও ছয়টি ম্য়াচ খেলতে হবে চলুন দেখে নেওয়া যাক কবে কাদের বিরুদ্ধে খেলতে নামবে পঞ্জাব-