রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৭ রানে হেরে প্লে-অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। নির্বাসনের শাস্তির কারণে এই ম্যাচ খেলতে পারেননি দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। এদিন স্ট্যান্ড-ইন অধিনায়ক ছিলেন অক্ষর প্যাটেল। ম্যাচের পর তিনি বলেছেন যে, তাঁদের উচিত ছিল আরসিবি-কে ১৫০ রানে সীমাবদ্ধ করা। কিন্তু ক্যাচ মিস করার খেসারত তাঁদের ম্যাচ হেরে দিতে হয়েছে।
আরও পড়ুন: শুধু বেঙ্গালুরুর হয়েই IPL-এ ২৫০ ম্যাচ খেলে ফেললেন কোহলি, লিখলেন ইতিহাস
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে। অক্ষর প্যাটেলের হাফ সেঞ্চুরি (পাঁচটি চার, তিনটি ছক্কার হাত ধরে ৩৯ বলে ৫৭ রান) এবং শাই হোপের (২৩ বলে ২৯) লড়াইয়ের পরেও জিততে পারেনি দিল্লি। পঞ্চম উইকেটে অক্ষর-হোপ মিলে ৫৬ রান যোগ করেন। কিন্তু পাঁচ বল বাকি থাকতেই ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
ক্যাচ মিস করে ম্যাচ মিস
আরসিবি-র রজত পাতিদার এবং উইল জ্যাকস একাধিক সুযোগ দিয়েছিল দিল্লিকে। নবম ওভারে দু'জনের ক্যাচই মিস করে দিল্লি। সেই ওভারে বল করছিলেন কুলদীপ যাদব। এর ঠিক পরেই খালিল আহমেদ এবং রশিখের ওভারে যথাক্রমে জ্যাকস এবং পাতিদার ফের জীবনদান পান। অক্ষর নিজেই দু'টি ক্যাচ মিস করেন। শেষ পর্যন্ত রজত পাতিদার এবং উইল জ্যাকস মিলে তৃতীয় উইকেটে ৮৮ রান যোগ করেন। ৩২ বলে ৫২ করেন পাতিদার, ২৯ বলে ৪১ করেন উইল জ্যাকস। তাঁদের এই পার্টনারশিপই আরসিবি-কে ৯ উইকেটে ১৮৭ রানে নিয়ে যায়।
আরও পড়ুন: ঘরের মাঠে জয়ের হাফসেঞ্চুরি CSK-এর, RR-এর অশ্বিনও ৫০ উইকেটের নজির গড়ে ফেললেন চিপকে
স্বীকারোক্তি অক্ষরের
ম্যাচের পর অক্ষর প্যাটেল বলেন, ‘আমার মনে হয়, আমরা যে ক্যাচগুলো মিস করেছি, তার খেসারত দিতে হয়েছে। সেগুলি মিস না হলে, ২০-৩০ রান কম হত এবং আমরা সহজেই ১৫০ রান তাড়া করতে পারতাম। সেই সঙ্গে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে চার উইকেট হারালে, ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। ১৬০-১৭০ রান একটি প্রতিযোগিতামূলক স্কোর হত। ফাস্ট বোলাররা যখন বোলিং করছিল, তখন বল একটু থেমে আসছিল। বল সহজে ব্যাটে আসছিল না। যদি দু'জন প্রধান খেলোয়াড় রান আউট হয় এবং আপনি পাওয়ারপ্লে-তে চার উইকেট হারান, তখন লড়াই কঠিন হয়ে যায়। এই ম্যাচে যা ঘটেছে, আমরা বলতে পারি, তা দুর্ভাগ্যজনক ছিল।’
আরও পড়ুন: যুক্তি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভরা, তাও কেন আটকাতে পারলেন না পন্তের নির্বাসন?