
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইসিসি টি২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটেই চলেছে ভারতীয় দলের বিজয়রথ। এবারের টিম ইন্ডিয়া যেন অশ্বমেধের ঘোড়া। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল এবার একাধিক বড় দলকেই বড় ব্যবধানে হারিয়েছে। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। গ্রুপ স্টেজে পাকিস্তান, সুপার এইটে বাংলাদেশ, আফগানিস্তানকেও হারিয়েছে। ভারতীয় দলের এই পারফরমেন্সের নেপথ্য কারণ অবশ্যই বোলারদের দুরন্ত বোলিং। অনেকেই ভেবেছিল ওয়েস্ট ইন্ডিজে স্লো উইকেটে ভারত হয়ত খুব একটা সুবিধা করতে পারবে না, কিন্তু অনেককেই ভুল প্রমাণিত করে এবারে ভারতীয় দল একেবারে পারফরমেন্সের শিখরে উঠে এসেছে। রোহিত শর্মা নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। বুমরাহ-আর্শদীপ শুরু করছেন, কুলদীপ-অক্ষর শেষ করছেন। এরই মধ্যে ভারতীয় দলের এমন বোলিং দেখে কিছুটা হিংসার সুর শোনা গেছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের গলায়। এবার রোহিত শর্মাও তাঁকে পাল্টা দেন, আর তাতেই রেগে বোম ইনজি।
আরও পড়ুন-‘সচিনের জন্য আমরা বিশ্বকাপ জিতেছি, দ্রাবিড়ের জন্য তোমরা জেত!’ বিরাটদের বার্তা বীরুর
নিজের দল পাকিস্তান আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তাও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিরুদ্ধে। অথচ ভারতীয় পেসারদের দুরন্ত বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্শদীপ সিং অনবদ্য বোলিং করেছিলেন। ম্যাচের শেষ দিকেও বল ঘুরিয়েছিলেন অর্থাৎ রিভার্স সুইং করেছিলেন, যা দেখেই কিছুটা সন্দেহ প্রকাশ করেন ইনজামাম উল হক। তাঁর সন্দেহ ছিল ভারতীয় দলের বোলারদের নিয়ে, কারণ ১৬ ওভারের পর পুরনো বলেও যেভাবে আর্শদীপ রিভার্স সুইং করেছিলেন তা বিশ্বাস করতে পারেননি তিনি, এরপর তাঁর ইঙ্গিত ছিল বল বিকৃতির দিকে। এরই পাল্টা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন-আন্ডার ১৯ থেকে শুরু, আইসিসি ইভেন্টে ফুল মার্কস মার্করামের! অধিনায়ক হিসেবে রয়েছে ১০০% জয়ের রেকর্ড
ইনজামাম উল হকের বক্তব্যের ভিত্তিতে রোহিত শর্মা বলেছিলেন, ' আমি এসব নিয়ে আর কি বলব। এত গরমের মধ্যে খেলা হচ্ছে। উইকেট এতটা শুকনো, যে বল নিজে থেকেই রিভার্স সুইং হয়। এটা সব দলের সঙ্গেই হচ্ছে, শুধু আমাদের সঙ্গে নয়। সব দলই রিভার্স সুইং করছে, তাই কখনও কখনও মাথা কাজে লাগানো দরকার। বুঝতে হবে কোন পরিবেশে ম্যাচ খেলছ, এটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া নয়'।
আরও পড়ুন-টস হেরেছি বলেই ম্যাচ জিতেছি! প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠে দাবি দঃ আফ্রিকা অধিনায়কের
রোহিতের বক্তব্য শুনে ইনজামাম উল হক বলেন, ‘ মাথা তো কাজে লাগাবোই। প্রথমত বল রিভার্স সুইং হয়েছে এটা তাহলে স্বীকার করেছে। আর রোহিতকে আমাদের শেখাতে হবে না রিভার্স সুইং কীভাবে হয়, কতটা রোদে হয় বা কোন পিচে হয়। যারা রিভার্স সুইং শিখিয়েছে, তাঁদের এসব শেখাতে নেই। ওকে বলো, যে এসব নিয়ে কথা বলা উচিত নয়। সাংবাদিক রোহিতকে ভুল প্রশ্ন করেছে। আমি বল বিকৃতির কথা বলিনি, শুধু বলেছিলাম আম্পায়ারদের চোখ খোলা রাখতে, কারণ ১৫ ওভারের পরেও রিভার্স সুইং হয়েছে। রোহিত বলছে মাথা খাটাতে, আমি বলছি চোখ আর মাথা দুই কাজে লাগাতে’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports