ইতিহাস গড়ে ফেলেছেন ভারতের মেয়েরা। টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে বিশ্বরেকর্ড গড়ে হারিয়েছেন হরমনপ্রীত কৌররা। ভারত ৩৪৭ রানের বিশাল বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে তারা। ২৫ বছর আগে শ্রীলঙ্কা জিতেছিল ৩০৯ রানে। মেয়েদের ক্রিকেটে সেটাই এত দিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। পাকিস্তানকে হারিয়ে ছিল শ্রীলঙ্কা। শনিবার ভারত জিতল ৩৪৭ রানে। সেটাই এখন মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়। আড়াই দিনেই টেস্ট জিতে নিল ভারত। দুই ইনিংস মিলিয়ে দীপ্তি শর্মা নিলেন ৯ উইকেট।
আরও পড়ুন: T20I-তে চিত্তাকর্ষক পারফরম্যান্স, ODI-তে কি অভিষেক হবে রিঙ্কুর? সোজাসাপ্টা জানিয়ে দিলেন কেএল রাহুল
ইতিহাস গড়ে টেস্ট জয়ের পর ভারতীয় ড্রেসিংরুমে একেবারে আবেগ উচ্ছ্বাসের ঘনঘটা। আনন্দে পাগল পারা হয়ে যান দীপ্তি শর্মা, হরমনপ্রীত কৌররা। ঐতিহাসিক জয়ের পর, বিসিসিআই মহিলা ক্রিকেট দলের ড্রেসিংরুমের একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে পুরো দল ম্যাচের সেরা প্লেয়ার দীপ্তির কাছে পার্টির দাবি করেছে। তাও তিন লাখের পার্টির দাবি করেছেন হরমনরা। তাতে যোগ দেন কোচ অমল মজুমদারও। পাশাপাশি তিনি দলের প্রতিটি সদস্যকে এই জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন। এই ভিডিয়োটি সব ভারতবাসীকেই নিঃসন্দেহে আবেগপ্রবণ কর তুলবে।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে পন্ত ফিট হলেও, আদৌ IPL 2024-এর আগে ঋষভকে খেলতে দেবে তো BCCI?
শনিবার ম্যাচ জয়ের পর দলের ক্রিকেটারদের নিয়ে বলতে গিয়ে এমল মজুমদার বলেছিলেন, ‘আড়াই দিনে দুরন্ত পারফরম্যান্স ৷ কোনও টেস্টই সহজ নয় ৷ মেয়েরা ওয়াংখেড়েতে টেস্টের আগের ৫-৬ দিন যে প্রস্তুতি নিয়েছে, সেটা দারুণ ছিল। আর সেই প্রস্তুতি এই টেস্ট জিততে সাহায্য করেছে। আমরা যেমনটা খেলার পরিকল্পনা করেছিলাম ঠিক তেমনই খেলেছি ৷ আমি চাইব, ওরা এই ধারা ধরে রাখুক ৷ তবে প্রথম দিনে ৪০০ রান তুলতে হবে, এমন পরিকল্পনা আমাদের ছিল না ৷ এটা যারা টেস্টে অভিষেক করল, তাদের জন্য এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো একটি ইঙ্গিত ৷’