নরওয়ে দাবা প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই ম্যাগনাস কার্লসেন বুঝিয়ে দিলেন, কেন তিনি বর্তমান প্রজন্মের সেরা দাবাড়ু। ভারতের দোম্মারাজু গুকেশ বিশ্ব দাবা চ্যাম্পিনয় হওয়ার পর এই প্রথম ক্লাসিকায় চেস ইভেন্টে ম্যাগনাস কার্লসেন এবং গুকেশ পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। আর সেখানেই চাপ সামলাতে পারলেন না ভারতীয় দাবাড়ু। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটা ড্র হবে। ম্যাগনাস কার্লসেনের সঙ্গে পাল্লা দিয়েই লড়ছিলেন গুকেশ। মজগাস্ত্রের লড়াইয়ে বোঝা যাচ্ছিল না, কে কখন কিস্তি মাত করে দেবে। কিন্তু একটা ভুলই বিপদ ডেকে আনল বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের। আর সেই ভুলের জন্যই ম্যাচ হেরে গেলেন দোম্মারাজু গুকেশ। যখন আর মাত্র ১০ সেকন্ড মতো বাকি, তখন কার্লসেনকে চেক করতে গেলে এগিয়ে দিতে হত ঘোড়াকে। কিন্তু সেখানেই মারাত্মক ভুল করে ফেলেন গুকেশ। তিনি এগিয়ে দেন রাণীকে। আর তাতেই পুরো খেলাটাই নরওয়ের তারকা ম্যাগনাস কার্লসেনের আয়ত্তে চলে আসে। কালো ঘুঁটি নিয়ে এদিনের ম্যাচে খেলতে নেমেছিলেন গুকেশ।
শুরু থেকেই অবশ্য নিজের চেনা খেলার স্টাইলেই প্রতিপক্ষ ভারতীয় দাবাড়ুকে ফাঁদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কার্লসেন। নরওয়ের তারকাকে অবশ্য বারবার ডজ করে দিচ্ছেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। প্রায় চার ঘন্টার ধরেই দুই দাবাড়ুর মস্তিস্কের লড়াই চলে। শেষ পর্যন্ত ৫৫ চালের লড়াইয়ের শেষে শেষ হাঁসি হাসেন নরওয়ের কার্লসেনই।
শীর্ষে কার্লসেন-নাকামুরা
আসলে কার্লসেন প্রায় বছর খানেক ধরেই আর দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে লড়েন না। মানে তাঁর কাছে জেতাটা এমনই জলভাত বিষয়, যে তিনি আর বিশ্বচ্যাম্পিয়নশিপে নামতে তেমন মজা পাননা। বলাই বাহুল্য, সেই কারণে উঠতি প্রতিভারাও বেশি করে সুযোগ পায় নিজেদের মেলে ধরার এবং শ্রেষ্ঠত্ব জানান দেওয়ার। এই জয়ের ফলে আমেরিকান দাবাড়ু হিকারু নাকামুরার সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন কার্লসেন। দুই দাবাড়ুই প্রথম রাউন্ডের খেলার শেষে ৩ পয়েন্ট অর্জন করেছেন। ফ্যাবিয়ান কারুয়ানাকে হারিয়েছেন মার্কিন দাবাড়ু নাকামুরা।
এদিকে ভারতের ডি গুকেশসহ এদেশের দাবাড়ুরা সাম্প্রতিক সময় বিশ্বমঞ্চে বেশ ভালোই নজর কেড়েছেন। যেমন গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় দলই গতবছর দাবা অলিম্পিয়াডে সোনা জিতেছিল। অর্জুন এরিগাইসি থেকে শুরু করে রমেশবাবু প্রজ্ঞানন্দরা বুঝিয়ে দিয়েছেন বিশ্বনাথন আনন্দ পরবর্তী ভারতীয় দাবার ভবিষ্যৎ সঠিক হাতেই রয়েছে।
জিতলেন অর্জুন এরিগাইসি
অন্যদিকে ক্লাসিকাল দাবায় চিনের উয়েই ই-র বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর আর্মাগেডন ম্যাচে জিতলেন ভারতের অর্জুন এরিগাইসি। সেই সুবাদে তিনি অর্জন করলেন ১.৫ পয়েন্ট, আর চিনের প্রতিপক্ষের ঝুলিতে এসেছে ১ পয়েন্ট।