ব্যাট হাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। একা হাতে জিতিয়েছিলেন বহু ম্যাচ। ঝুলিতে রয়েছে বেশকিছু অর্ধশতরান ও শতরান। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের, যার জেরে তিনি সফল হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দলে জায়গা পাকাপাকি করতে। এবার সেই অর্শিন কুলকার্নির দীর্ঘদিনের একটি বিশেষ স্বপ্ন পূরণ হল। অবশেষে তিনি দেখা করার ও কথা বলার সুযোগ পেলেন নিজের প্রিয় ক্রিকেটারের সঙ্গে। এই ক্রিকেটার আর কেউ নন তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার, তথা তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। প্রিটোরিয়ায় ভারতীয় দলের হোটেলে দেখা হয় ক্যালিসের সঙ্গে এবং সঙ্গে সঙ্গেই তিনি প্রাক্তন প্রোটিয়া তারকার পা ছুলেন। এই ছবিটি অর্শীন নিজের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও শেয়ার করেন। এরপরই ক্রিকেট মহল থেকে পড়তে শুরু করে কমেন্টসের বন্যা।
আর কয়েক দিন পরই শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ইতিমধ্যেই, সব দল শুরু করে দিয়েছে প্রস্তুতি। বাদ যায়নি ভারতও। তবে এরই মাঝে দলের তারকা ক্রিকেটার অর্শিন কুলকার্নি সফল হলেন নিজের প্রিয় তারকার সঙ্গে কথা বলতে। জ্যাক ক্যালিসকে নিজের চোখের সামনে দেখে অত্যন্ত খুশি হন অর্শিন। দেখা হতেই পা ছুলেন তিনি। জীবনের এই সেরা মুহূর্তটি তিনি নিজের ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন।
ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের সেরা দিন এটা। গত ১২ বছর ধরে তুমি সেই ক্রিকেটার ছিলে যাকে আমি নিজের রোল মডেল মনে করে আসছি। যখনই আমার মা ও বাবা জিজ্ঞেস করত আমার প্রিয় ছুটি কাটানোর জায়গা সম্পর্কে আমি সবসময় বলতাম দক্ষিণ আফ্রিকা কারণ আমি মনে করতাম ওখানে গেলেই আমার তোমার সঙ্গে দেখা হবে। আমি চিরকাল তোমার ভক্ত ছিলাম এবং তুমি চিরকাল আমার আদর্শ হয়েই থাকবে।' এরপরই ক্রিকেটপ্রেমীরা সকলেই তাকে অভিনন্দন জানান। পাশাপাশি, সবাই এটাও বলেন যেন এবার তার হাত ধরেই ভারত এই বিশ্বকাপ জেতে।
প্রসঙ্গত, এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। চলতি মাসের ১৯ তারিখে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথমদিন খেলা হবে দুটি ম্যাচ। প্রথমটিতে আয়ারল্যান্ড মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং দ্বিতীয়টিতে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কে জেতে এবারের খেতাব।