শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র মহিলা ক্রিকেট দলের হেড কোচ হিসেবে সবেমাত্র দায়িত্ব নিয়েছেন অমল মজুমদার। দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলানো। পাশাপাশি তাঁর লক্ষ্য ফিটনেস এবং ফিল্ডিংয়ে ভারতীয় মেয়েদের সেরা করে তোলা। সেই কথাও জানিয়ে দিয়েছেন তিনি। সামনেই ভারতীয় দল সিরিজ খেলবে ইংল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে। সেই টি-২০ সিরিজের আগেই তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছেন হেড কোচ। উল্লেখ্য বুধবার মুম্বইয়ে শুরু হবে এই সিরিজ।
আরও পড়ুন: ৩০ ঘণ্টারও বেশি সময় আমার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জানি না কী হবে- বিপর্যয়ে ভয়ঙ্কর অবস্থার কথা জানালেন অশ্বিন
সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তার আগে এখন থেকে প্রতিটি পদক্ষেপের যে আলাদা গুরুত্ব রয়েছে তা জানিয়ে দিয়েছেন অমল মজুমদার। তাঁর স্পষ্ট বক্তব্য, দলের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই সিরিজ থেকেই। উল্লেখ্য আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। আর তার আগে অমল মজুমদারের এই ভাবনা থেকে একটা জিনিস স্পষ্ট ভারতকে আরও বেশি প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে তাঁর নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: পঞ্জাবের বিরুদ্ধে সেঞ্চুরি অনুষ্টুপের, ভাঙলেন সৌরভের নজির, জিতে নকআউটে বাংলা
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলের অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল মজুমদার বলেন, ‘আমাদের একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ক্রিকেট খেলা খুব প্রয়োজন। যে ধরনের ক্রিকেট খেলে এতদিন আমরা পরিচিতি পেয়েছি আমরা সেই ধরনের ক্রিকেটটা খেলতে চাই। আমি বরাবর সেটা বলে এসেছি। আর আমরা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলব, তা হল আক্রমণাত্মক ক্রিকেট। আমাদের দলে শেফালি (বর্মা) এবং জেমিমা (রডরিগেজ) দু'জনেই খুব গুরুত্বপূর্ণ। আমি চাইব, এতদিন ওরা যে ভয়ডরহীন ভাবে ক্রিকেট খেলেছে সেটাই চালিয়ে যাক। আমরা ধীরে ধীরে বিশ্বকাপের দিকে এগোচ্ছি। ফলে এখন থেকে প্রতিটা সিরিজ, প্রতিটা ম্যাচের আলাদা গুরুত্ব থাকবে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে। আমার সঙ্গে দলের কথা হয়েছে। তারা এই সিরিজ খেলতে মুখিয়ে রয়েছে। এই মুহূর্ত থেকে আমরা যে প্রতিটা পদক্ষেপ নেব, সবটাই হবে বিশ্বকাপকে মাথায় রেখে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কঠিন লড়াই হবে। কিন্তু বিশ্বকাপের এটাই সেরা প্রস্তুতি হবে। ফিল্ডিং এবং ফিটনেসে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। এই দুই ক্ষেত্রে কোনও ছাড় নেই। এই সিরিজের পরে আমরা অনেক ক্যাম্পের আয়োজন করব। অনেক ক্রিকেট আমরা খেলব। এনসিএ বা অন্য কোনও জায়গাতে আমাদের জন্য একাধিক ম্যাচের আয়োজন করা হবে।’