দ্বিতীয় বেসরকারি টেস্টেও বদলালো না চিত্রটা। গত ম্যাচে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে কোনওরকমে ১০০র গণ্ডি পার করতে না করতেই প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচেও সেই একই খারাপ পারফরমেন্সের ধারা অব্যাহত রাখল ভারতীয় ব্যাটাররা। স্রেফ ধ্রুব জুরেল লড়লেন স্কট বোলান্ডদের বিপক্ষে। বাকিরা ডাহা ফেল করলেন।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা পন্তের! নিলেন মায়ের আশীর্বাদ…
ভারতীয় এ দলের প্রথম ইনিংস শেষ ১৬১ রানে-
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতীয় এ দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৬১ রানেই। মাইকেল নেসার, বিউ ওয়েবস্টারদের সামলাতেই ভারতীয় এ দলের ব্যাটারদের যা অবস্থা হল, তাতে আবারও টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের কঙ্কালসাড় চেহারাটাই প্রকাশ পেল বলে মনে হচ্ছে। ওপেনার থেকে টপ অর্ডার, সকলেই চূড়ান্ত ব্যর্থ হলেন।
সুপার ফ্লপ ওপেনার রাহুল-
লোকেশ রাহুলকে কিছুটা পরীক্ষামুলকভাবেই ওপেন করতে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁকে আবার চার রানের মাথায় সাজঘরে ফেরত পাঠাল অজি বোলাররা। সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণদের তো রানের খাতাই খুলতে দিল না অজি পেসাররা। রুতুরাজ গায়েকওয়াড় দুই অঙ্কের রানে পৌঁছাতে পারলে না। দেবদূত পাডিক্কল ২৬ এবং নীতীশ রেড্ডি করলেন ১৬ রান। বোঝাই যাচ্ছিল নতুন বল খেলতে হয়নি বলেই এই রানটুকু তাঁরা পেয়েছেন।
আরও পড়ুন-মহম্মদ নবি-গজনফরদের দুরন্ত পারফরমেন্স! শারজাহতে বাংলাদেশকে কচুকাটা করল আফগানরা…
মেলবোর্নে স্পিনাররাও উইকেট পেলেন-
মেলবোর্নের পিচ দীর্ঘ যুগের পর যুগ ধরেই স্পোর্টিং হয়। শুধুই যে পেসাররা সুবিধা পান তা নয়। এদিনও তেমনই হল। অস্ট্রেলিয়ার মাইকেল নেসের শুরুটা করলেও শেষটা করলেন অফ স্পিনার বিউ ওয়েবস্টার। তিনি সাজঘরে ফেরালেন তনুষ কোতিয়ান, নীতীশ রেড্ডি, খলিল আহমেদদের। ফলে স্পিনাররাও যে এই ট্র্যাকে একদম খালি হাতে ফিরবে না তা বোঝা গেল।
লড়লেন ধ্রুব জুরেল, করলেন ৮০ রান…
অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফাস্ট ট্র্যাকেও বুক চিতিয়ে লড়ে গেলেন ধ্রুব জুরেল। ভারতীয় দল ১৬১ রানে অলআউট হল। তাঁর অর্ধেক রানই করলেন জুরেল। ১৮৬ বলে ৮০ রানের ইনিংস খেললেন এই উইকেটরক্ষক ব্যাটার। যখন বাকিরা সকলে ব্যর্থ হলেন, তখন জুরেল প্রমাণ করে দিলেন, তাঁর ওপর যদি দল ভরসা করে তাহলে গৌতম গম্ভীরদের নিরাশ করবেন না তিনি।