ভারতের মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে বড় জয় নথিভুক্ত করল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বাদোদরার কোটাম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় ওডিআইতে, ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে ১১৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে। তিন ম্যাচের সিরিজে ২-০ তে অপ্রতিরোধ্য লিড নিয়েছে ভারত। এর ফলে কার্যত সিরিজ নিজেদের নামে করেছেন স্মৃতি মন্ধানারা। এই ম্যাচে, ভারতীয় দল, প্রথমে ব্যাট করে, নির্ধারিত ৫০ ওভারে ৩৫৮/৫ এর বিশাল স্কোর করেছিল। যা ওডিআইতে তাদের যৌথ সর্বোচ্চ স্কোরও। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ৪৬.২ ওভারে ২৪৩ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন… ভিডিয়ো: ICU-তে বিনোদ কাম্বলি, খুব আশার কথা বলতে পারলেন না চিকিৎসক
ভারত মহিলা দল এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জিতেছিল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে রেকর্ড গড়েছিল ভারতীয় দল। সাত বছর পর বিশেষ রেকর্ড গড়ে ছিল টিম ইন্ডিয়া। হারলিন দেওল ভারতীয় দলের ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেন এবং ১০৩ বলে ১১৫ রান করেন। তার ইনিংসে ছিল ১৬টি চার। তার সঙ্গে, প্রতীক রাওয়ালও দুর্দান্ত ৭৬ রান করেন এবং স্মৃতি মন্ধানা ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে কায়ানা জোসেফ (২ ওভারে ২৭ রানে ১ উইকেট) এবং আফি ফ্লেচার (৬ ওভারে ৩৮ রানে ১ উইকেট) কিছুটা অর্থনৈতিকভাবে পারফর্ম করেছেন।
আরও পড়ুন… ফাইনালে মাত্র ৬৫ রান তুলেই NCL T20 Champions রংপুর! ঢাকা মেট্রোকে হারাল ৫ উইকেটে