রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ১৯ তম ম্যাচে আবারও তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পরাজিত করেছে। নিউইয়র্কে খেলা এই লো স্কোরিং এনকাউন্টারে ভারত ৬ রানে ম্যাচটি জিতেছে। ভারতের এই জয়ের নায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। ভারতের এই পেস বোলার নিজের কোটার ৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেছিলেন। এই সময়ে জসপ্রীত বুমরাহ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং ইফতিখার আহমেদের মতো বড় খেলোয়াড়দের উইকেট শিকার করেছিলেন। ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচের পর জসপ্রীত বুমরাহর প্রশংসা করে তাঁকে জিনিয়াস বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বুমরাহ প্রসঙ্গে কী বলেন রোহিত শর্মা-
এদিনের ম্যাচের পর রোহিত শর্মা বলেন, ‘তিনি ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছেন। আমরা সকলেই জানি সে কী করতে পারে। তাঁকে নিয়ে বেশি কথা বলব না। আমি চাই সে পুরো বিশ্বকাপে এই মানসিকতা নিয়ে খেলুক। তিনি একজন জিনিয়াস।’ এই ম্যাচে প্রথমে ব্যাট করে ঋষভ পন্তের ৪২ রানের ইনিংসের ভিত্তিতে ভারত বোর্ডে ১১৯ রান তোলে। এই সময়ের মধ্যে দলের অন্য কোনও ব্যাটসম্যান ২০ রানের স্কোরও পার করতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নাসিম শাহ ও হ্যারিস রউফ। এক সময় মনে হচ্ছিল টিম ইন্ডিয়া জয়ের স্কোরের কাছে পৌঁছাতে পারেনি এবং একটু পিছিয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত বোলারদের দুরন্ত পারফরমেন্সের ভিত্তিতে ম্য়াচটি জিতেছে ভারত।
আরও পড়ুন… T20 WC 2024 IND vs PAK: ভুলটা কোথায় করল পাকিস্তান? হারের জন্য কাদেরকে দায়ী করলেন বাবর আজম
পিচ নিয়ে কী বললেন হিটম্যান-
ভারত বনাম পাকিস্তান ম্যাচের পরে রোহিত শর্মা বলেন, ‘আমরা ভালোভাবে ব্যাট করিনি। আমাদের অর্ধেক ইনিংসের পর আমরা ভালো অবস্থানে ছিলাম। আমরা সেখানে পর্যাপ্ত পার্টনারশিপ করিনি এবং ব্যাটিংয়ে কিছুটা পিছিয়ে ছিলাম। আমার মনে হয় এমন পিচে প্রতিটি রানই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে পিচে অনেক কিছু ছিল। গত ম্যাচে আমরা যে পিচে খেলেছিলাম তার তুলনায় এদিনের পিচ তার থেকে অনেক ভালো ছিল।’
আরও পড়ুন… T20 WC 2024: ভারতের কাছে হারলেই কি পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজবে! কী বলছে গ্রুপ ‘A’-র অঙ্ক?
দলকে কী বলেছিলেন রোহিত-
নিজের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘এই ধরনের বোলিং লাইনআপ থাকার কারণে আপনি আপনার কাজটা করতে অনেক আত্মবিশ্বাসী পেয়ে থাকেন। তারা যখন ব্যাটিং করছিল, আমরা সকলকে ডেকে বলেছিলাম যে আমাদের সঙ্গে যদি এমনটা হতে পারে (ব্যাটিং পতন), তাহলে তাদের সঙ্গেও এটা ঘটতে পারে। প্রত্যেকের সামান্য অবদান একটি বড় পার্থক্য তৈরি করে দিতে পারে।’
আরও পড়ুন… ভিডিয়ো: ‘তেল লাগাও ডাবর কা, উইকেট গিরাও বাবর কা’- প্রশ্ন শুনেই হেসে ফেললেন পন্ত! কী বললেন তারপর?
নিউ ইয়র্কের দর্শক ও ভক্তদের প্রসঙ্গে কী বললেন ভারতের অধিনায়ক-
এরপরে জসপ্রীত বুমরাহের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘সে (বুমরাহ) আরও বেশি শক্তিশালী হয়ে উঠছেন। আমরা সকলেই জানি সে কি করতে পারে। তাকে নিয়ে বেশি কথা বলবো না। শুধু একটা কথা বলব, এবারের বিশ্বকাপে তিনি যেন এই মানসিকতা নিয়েই নিজের খেলা চালিয়ে যান। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার সেটা আমরা সবাই জানি।’ নিউ ইয়র্কের ক্রিকেট ভক্তদের নিয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘ভিড় ছিল চমৎকার. আমরা যেখানেই খেলি তারা কখনও হতাশ হয় না। আমি নিশ্চিত তারা একটি বড় হাসি নিয়ে বাড়িতে ফিরতে পেরেছেন। এটা তো সবে শুরু, আমাদের এখনও অনেক দূর যেতে হবে।’