
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে একতরফা হারের পরে ভারতের সামনে আপাতত ২টি সমস্যা প্রধান হয়ে দেখা দিয়েছে। প্রথমত, চোট পাওয়া শুভমন গিলের পরিবর্তে বেঙ্গালুরু টেস্টের প্রথম একাদশে ঢুকেই সেঞ্চুরি করেছেন সরফরাজ খান। গিল এখন ফিট। তবে পুণের দ্বিতীয় টেস্টে সরফরাজকে বসানো সম্ভব নয়। তাই ফর্মে থাকা শুভমনকে কার জায়গায় মাঠে ফেরানো হবে, সেটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার।
গিলের বিষয়টি ভারতের কাছে সুখের মাথা ব্যাথা মনে হতে পারে। কেননা একাধিক ক্রিকেটারের ফর্মে থাকা টিম ম্যানেজমেন্টের কাছে ইতিবাচক দিক। তবে ঋষভ পন্তকে দ্বিতীয় টেস্টে মাঠে নামানো হবে কিনা, সেই বিষয়টাই সব থেকে বেশি দুশ্চিন্তায় রাখতে পারে রোহিত শর্মাদের।
বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে কিপিং করার সময় হাঁটুতে চোট পান ঋষভ পন্ত। জাদেজার বল তাঁর প্যাডের ফাঁক দিয়ে সরাসরি আঘাত করে সেই হাঁটুতেই, যেখানে গাড়ি দুর্ঘটনার পরে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। পন্ত তৎক্ষণাৎ সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। তাঁর বদলে উইকেটকিপিং করতে নামেন ধ্রুব জুরেল।
যদিও পন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে শেষ ইনিংসে কিপিং করতে নামেননি ঋষভ। তাঁর বদলে ফের পরিবর্ত উইকেটকিপার হিসেবে দেখা যায় জুরেলকে।
পন্ত যথারীতি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের স্কোয়াডেও রয়েছেন। পুণে টেস্টে ঋষভকে মাঠে নামানো হবে নাকি বিশ্রাম দেওয়া হবে, জাতীয় নির্বাচকরা বিষয়টি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে।
ক্যাপ্টেন রোহিত নিজেও স্বীকার করে নিয়েছেন যে, পন্তের হাঁটুতে বেশ কয়েকটি ছোট ও একটি বড় অস্ত্রোপচার করা হয়েছে সাম্প্রতিক সময়ে। তাছাড়া উইকেটকিপারকে প্রতি বলেই হাঁটু মুড়ে উঠতে বসতে হয়। তাই পন্তকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে টিম ম্যানেজমেন্টকে। এটা নিশ্চিত যে, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে ঋষভ পন্তকে নিতান্ত প্রয়োজন ভারতীয় দলের। তাই চোট যাতে না বাড়ে, সেকথা নিশ্চিতভাবেই মাথায় থাকবে রোহিতদের।
সুতরাং, টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে রিজার্ভ উইকেটকিপার ধ্রুব জুরেলের দিকে তাকাতেই পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে আবির্ভাবেই জুরেল জাতীয় দলকে ব্যাট হাতে নির্ভরতা দেন। সুতরাং, পুণে টেস্টে তাঁর প্রথম একাদশে কামব্যাক ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।
৳7,777 IPL 2025 Sports Bonus