বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 4th Test: সিরিজে তফাৎ গড়ে দেওয়া সেরা বোলার নেই, রাঁচিতে বুমরাহর অভাব ঢাকবেন কে? হদিশ দিলেন গিল
পরবর্তী খবর
IND vs ENG 4th Test: সিরিজে তফাৎ গড়ে দেওয়া সেরা বোলার নেই, রাঁচিতে বুমরাহর অভাব ঢাকবেন কে? হদিশ দিলেন গিল
2 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2024, 07:51 AM ISTAbhisake Koley
India vs England Ranchi Test: ঝুড়ি ঝুড়ি রান করা যশস্বীরা নন। বল হাতে ঘূর্ণিঝড় তোলা অশ্বিন-জাদেজাদের ধারাবাহিকতাও প্রত্যাশিত মনে হয়েছে গিলের কাছে। তবে চলতি টেস্ট সিরিজে দু'দলের মধ্যে ফারাক গড়ে দেওয়ার জন্য ভারতের পেসারদের কৃতিত্ব দিলেন শুভমন।
সাংবাদিক সম্মেলনে শুভমন গিল। ছবি- পিটিআই।
চলতি টেস্ট সিরিজে যা ভাবা হয়েছিল, দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন ছবি। ভারতীয় স্পিনারদের একতরফা দাপট দেখা যাবে বলেই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে বল হাতে সব থেকে বেশি দাপট দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত দু'দলের মধ্যে সব থেকে বেশি ১৭টি উইকেট নিয়েছেন বুমরাহ।
ভারতের চার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (১১টি), রবীন্দ্র জাদেজা (১২টি), কুলদীপ যাদব (৮টি) ও অক্ষর প্যাটেল (৫টি) মিলে সংগ্রহ করেছেন সাকুল্যে ৩৬টি উইকেট। সেখানে ভারতের তিন পেসার বুমরাহ (১৭টি), সিরাজ (৪টি) ও মুকেশ (১টি) সংগ্রহ করেছেন মোট ২২টি উইকেট।
স্বাভাবিকভাবেই চলতি সিরিজে ভারতের সার্বিক পারফর্ম্যান্সে পেসারদের অবদান অস্বীকার করা যাবে না। রাঁচি টেস্টের আগে এই বিষয়টি উল্লেখ করতে ভোলেননি শুভমন গিল। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান যে, চলতি সিরিজে তফাৎ গড়ে গিয়েছেন ভারতের পেসাররাই।
গিল বলেন, ‘ভারতের যেখানেই খেলা হোক না কেন, পিচে স্পিনারদের জন্য অল্প-বিস্তর সাহায্য থাকেই। অ্যাশ ভাই (অশ্বিন), জাড্ডু ভাই (জাদেজা) যেভাবেই হোক উইকেট তুলে নেন। তবে এই সিরিজে আমাদের পেসাররা যেভাবে বল করেছেন, সেটাই তফাই গড় দিয়েছে দু’দলের মধ্যে।'
উল্লেখযোগ্য বিষয় হল, রাঁচি টেস্টে ভারত দলে পাচ্ছে না সিরিজের সেরা বোলার জসপ্রীত বুমরাহকে। ওয়ার্ক লোড ম্যানেজের কথা ভেবে তাঁকে চতুর্থ টেস্ট থেকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই বুমরাহকে ছাড়া ভারতের বোলিং বিভাগকে তুলনায় দুর্বল দেখাচ্ছে। গিল মেনে নিলেন যে, বিরাট কোহলির মতো জসপ্রীত বুমরাহর যথাযথ বিকল্প খুঁজে পাওয়াও সম্ভব নয়। তবে তিনি এটাও জানাতে ভোলেননি যে, বুমরাহর অভাব ঢাকার মতো বোলার রয়েছেন ভারতীয় শিবিরে।
এই প্রসঙ্গে গিল বলেন, ‘বিরাট ভাইকে নিয়ে আমি যেমনটা বলেছি, ঠিক তেমনই বুম ভাইয়ের (বুমরাহ) মতো ক্রিকেটার না খেললে যে কোনও দল তাঁর অভাব টের পাবে। তার উপর ওঁই আমাদের পেস বোলিং বিভাগের নেতা। তবে অন্যদিকে তাকান, সিরাজ গত ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে চারটি উইকেট নিয়েছেন। সুতরাং, আমি মনে করি যে, ভারতীয় পরিবেশে বল করার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের সব পেসারের। তাছাড়া সবাই রিভার্স সুইং করাতে পারেন।’