ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত অফ ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত রোহিত শর্মা শুধুই নিরাশ করেছেন ভারতকে। রোহিত প্রথম টেস্ট ম্যাচে দু'বারই ওপেন করতে নেমে দুই ইনিংসে যথাক্রমে ২৪ এবং ৩৯ রান করেছিলেন। বিশাখাপত্তনমে আরও খারাপ করেন তিনি। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ওপেন করতে নেমে যথাক্রমে ১৪ এবং ১৩ রান করেন। এখানেই শেষ নয়, ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, তৃতীয় টেস্টের আগে অনুশীলনের সময়েও রোহিতকে ব্যাট হাতে নড়বড় করতে দেখা গিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, রাজকোটে অনুশীলনের সময় নেট বোলারকে সামলাতেই হিমশিম খেতে হয়েছে রোহিতকে। এবং নেটবোলারের পরপর দু'বলে তাঁকে আউট হতে হয়েছে। প্রথম বার একটি তীক্ষ্ণ ইন-সুইঙ্গার তাঁর মিডল স্টাম্প উপড়ে ফেলেছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে, তিনি একটি আউট-সুইং ডেলিভারিতে আউট হন।
আরও পড়ুন: হার্দিক আর কিষানের জন্য কেন আলাদা নিয়ম, জানা গেল বোর্ড সূত্রে, আপাতত নিরাপদ ইশানের চুক্তি
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং শুভমন গিলের হাতে গোনা অসাধারণ নকগুলি বাদ দিলে ভারতীয় ব্যাটসম্যানরা এখনও পর্যন্ত সিরিজে খুব বেশি বিশ্বাসযোগ্যতা দেখাতে পারেননি। তৃতীয় টেস্টে পরিস্থিতি আরও কঠিন হবে। কারণ টিম ম্যানেজমেন্ট একটি অত্যন্ত অনভিজ্ঞ দল বেছে নিতে বাধ্য হচ্ছে।
তৃতীয় টেস্টে রোহিত শর্মার পর শুভমন গিল হলেন ভারতের দ্বিতীয়-সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। এদিকে রজত পতিদার যদি তৃতীয় টেস্টে সুযোগ পান, তবে এটাই সম্ভবত তাঁর শেষ সুযোগ হবে নিজেকে প্রমাণ করার। সরফরাজ খান কিন্তু তাঁর অভিষেকের জন্য প্রস্তুত। যদিও একাধিক রিপোর্ট দাবি করেছে যে, উইকেটকিপার হিসেবে কেএস ভরতের পরিবর্তে ধ্রুব জুরেলকে খেলানোর সম্ভাবনা প্রবল। সেটা হলে, জুরেলেরও অভিষেক হতে পারে।
আরও পড়ুন: বুমরাহ কোথায়? তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলে অনুপস্থিত তারকা পেসার- রিপোর্ট
যাইহোক পুরো তরুণ ব্যাটিং লাইনআপ নিয়ে ভারত কিন্তু অস্বস্তিতে থাকবে। সেক্ষেত্রে রোহিতের পারফরম্যান্স করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি একেবারেই ছন্দে নেই। যেটা রোহিতের জন্য বেশ চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ভারতের অনুশীলনের সময়ে রোহিত প্রথমার্ধে তরুণদের নিয়েই সময় কাটন। তিনি কুলদীপ যাদবের সঙ্গে ব্যাটিং নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তরুণ সরফরাজ খান, রজত পতিদার এবং ধ্রুব জুরেল কী ভাবে ব্যাটিং করছেন, তা পর্যবেক্ষণ করতে যথেষ্ট সময় ব্যয় করেন। অবশেষে যখন তাঁর নেটে ব্যাট করার পালা, তখন এটি একটি আদর্শ নোটে শুরু হয়নি। একজন নেট বোলার ধারালো ইন-সুইঙ্গার দিয়ে তার স্টাম্প উপড়ে ফেলেন। নেট বোলারের বিরুদ্ধে পরপর দু'বার আউট হওয়াটা, রোহিতের জন্য মোটেও ভালো বার্তা নয়।