
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২৬ ফেব্রুয়ারি (সোমবার) রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারত পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধ্রুব জুরেল ভারতের প্রথম ইনিংসে ৯০ করেন। এবং তাদের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ করে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি, ধ্রুব জুরেল উইকেটের পিছনে দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেছেন।
আর রাঁচি টেস্টের হারের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস উচ্ছ্বসিত হয়ে জুরেলের প্রশংসা করেন এবং জানান, তাঁর দলের এক ক্রিকেটার জুরেলকে ভালোবেসে ফেলেছেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে স্টোকস বলেছেন, ‘জুরেল দু'টি ইনিংসেই ভালো খেলেছে। খুব ভালো কিপিংও করেছে। আমার মনে হয়ে বেন ফোকস ওকে ভালোবেসে ফেলেছে।’
আসলে রাঁচিতে ভারতের প্রথম ইনিংসের ছবিটাই বদলে দিয়েছিলেন ধ্রুব জুরেল। একটা সময় মনে হয়েছিল, ভারতের প্রথম ইনিংসের পর বোধহয় একশোর অনেক বেশি লিড নেবে ইংল্যান্ড। কিন্তু সেটা হতে দেননি জুরেল। তাদের প্রথম ইনিংসে ১৭৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর, ভারত যে ৩০৯ রান করেছিল, তার আসল কৃতিত্ব ধ্রুব জুরেলের।
আরও পড়ুন: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত
এক দিকে উইকেট আঁকড়ে রেখেছিলেন তিনি। ১০ রানের জন্য তাঁর সেঞ্চুরি পূরণ হয়নি। কিন্তু জুরেলের দুরন্ত ৯০ রানের ইনিংস ভারতকে অক্সিজেন দেয়। টেল এন্ডার ব্যাটারদের সঙ্গে শেষ ৩ উইকেটে আরও ১৩২ রান যোগ করেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখনও সাবলীল ইনিংস খেলেন জুরেল। শুভমন গিলের সঙ্গে লড়াই করে দলকে জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পিছনেও সামন ভাবে সাবলীল ধ্রুব জুরেল। যার নিটফল, রাঁচিতে দুরন্ত পারফরম্যান্স করে, নিজের খেলা দ্বিতীয় টেস্টেই পেয়ে গেলেন সেরার তকমা। রাঁচিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন ধ্রুব জুরেল।
ম্যাচের পর জুরেল নিজে বলেছেন, ‘পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলেছি। নিজেদের প্রথম ইনিংসে আমি ভেবেছিলাম, যত বেশি রান করব এই ইনিংসে করব, দ্বিতীয় ইনিংসে তত কম রান করতে হবে। প্রথম ইনিংসে আমাদেরও রান পেতে হতো। সেটাই করেছি। (প্রথম ইনিংস) আমাদের উইকেট পড়ছিল, এবং আমি লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে ব্যাট করছিলাম, কিন্তু আমি ওদের সঙ্গে পার্টনারশিপ করতে থাকি। তাই আমার উল্টো দিকে যারা ছিল, তাদেরও বড় কৃতিত্ব রয়েছে। জানতাম যে, শেষ পর্যন্ত ব্যাট করতে হবে এবং তাই যে কোনও রান গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports