সরফরাজ খানকে অভিষেক ক্যাপ পরিয়ে ভুল করেছেন! এমনই মনে করছেন অনিল কুম্বলে। তিনি মনে মনে নিজেকেই তাই দোষ দিচ্ছেন। কিন্তু কেন? কুম্বলে মনে করেন, সরফরাজকে অভিষেক ক্যাপ পরিয়ে তিনি নিজের ব্যাডলাকটা দিয়ে বসেছেন। দুরন্ত ছন্দে খেলতে থাকা সরফরাজ আউট হতেই নিজেকেই দুষতে শুরু করেন অনিল কুম্বলে।
ব্যাজবলের মেজাজে ব্যাট করতে থাকা সরফরাজ খানের খেলা দেখতে দেখতে যতটা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন অনিল কুম্বলে, তিনি আউট হওয়ার পরে ততটাই হতাশ হয়ে পড়েন কিংবদন্তি স্পিনার। স্বগতোক্তির মতো বলে ওঠেন, ‘কেন যে ওকে অভিষেকের টুপিটা দিতে গেলাম!’ আসলে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার নিজের প্রথম টেস্টে রান আউট হয়ে বসেছিলেন। তাঁর হাত থেকে অভিষেকের টুপি নেওয়া সরফরাজ খানের প্রথম টেস্ট ইনিংসও থেমে গেল রানআউটে। আর তাতেই কুম্বলের ধারণা হয়, তাঁর জন্যই সরফরাজ রানআউট হয়েছেন।
আরও পড়ুন: দুরন্ত ছন্দে থাকা সরফরাজ রানআউট হন তাঁর ভুলেই, করজোড়ে ক্ষমা চাইলেন জাড্ডু
ম্যাচ শেষেও তাই ভারতের কিংবদন্তি স্পিনার আক্ষেপ করে বলছিলেন, ‘প্রথম টেস্টে আমিও রান আউট হয়েছিলাম। মনে হয় টুপি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের খারাপ ভাগ্যটাও ওকে দিয়ে দিয়েছি।’
আসলে নিজের শতরান পূরণ করতে গিয়ে সরফরাজ খানকেই রান-আউট করে বসেন রবীন্দ্র জাদেজা। যা নিয়ে তীব্র সমালোচনা চলছে। অভিষেক টেস্টে খেলতে নেমেই সরফরাজ দুর্দান্ত মেজাজে খেলছিলেন। ৬৬ বলে ৬২ করে ব্যাট করছিলেন সরফরাজ। জাদেজার একটা ভুল কলেই সব তছনছ হয়ে যায়।
আরও পড়ুন: শেষ ৭ টেস্টে সাতটি শতরান উইলিয়ামসনের, দ্রুততম ৩২টি সেঞ্চুরি করে ভাঙলেন স্মিথের রেকর্ড
সরফরাজ যে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন, তাতে তাঁর আউট হওয়ার কথা নয়। বরং বৃহস্পতিবার রাজকোটে ব্রিটিশ স্পিনারদের অবলীলায় পেটাচ্ছিলেন। ইংল্যান্ড যে ‘ব্যাজবল’ নিয়ে এত হইচই করে, সেই অস্ত্রেই ব্রিটিশদের ঘায়েল করছিলেন। একদিকে যখন জাদেজা সেঞ্চুরির কাছে এসে ঠুকঠুক করে খেলছিলেন, তখন দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন সরফরাজ। মাত্র ৪৮ বলে ৫০ রান পূরণ করেন। তার পরও সেই ছন্দে ধরে রাখেন। কিন্তু ৮১.৫ ওভারে জাদেজার শতরান পূরণের ঠ্যালায় আউট হয়ে যান সরফরাজ।
৬৬ বলে ৬২ রানে সরফরাজ খেলছিলেন। আর ৯৯ রানে ব্যাটিং করছিলেন জাদেজা। জেমস অ্যান্ডারসনের বলটা মিড-অনের দিকে মেরেই এক রান নেওয়ার জন্য জাদেজা ‘কল’ করেন সরফরাজকে। সতীর্থের শতরান পূরণের জন্য প্রাণপণে দৌড় শুরু করেন মুম্বইয়ের তারকা। কিন্তু বলটা সরাসরি মার্ক উডের কাছে যাওয়ায় সরফরাজকে ফিরে যেতে বলেন জাদেজা। আর নিজে দাঁড়িয়ে যান। ততক্ষণে ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে গিয়েছেন সরফরাজ। তিনি আর ক্রিজে ফেরার সুযোগ পাননি। উডের সরাসরি থ্রো-তে আউট হয়ে যান সরফরাজ। তার পর কোনওক্রমে চরম হতাশা চেপে ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হন সরফরাজ খান। ক্রিজে থাকলে হয়তো অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেলতে পারতেন মুম্বইয়ের ব্যাটার।