
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবীন্দ্র জাদেজা কি আউট ছিলেন? হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাদেজার সামনে তাঁর টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি করার সুযোগ এসেছিল। কিন্তু মাত্র ১৩ রানের জন্য সেই সুযোগ মিস করেন জাড্ডু। ম্যাচের দ্বিতীয় দিনে স্টাম্পের সময় জাদেজা ৮১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের প্রথম সেশনেও তিনি বুদ্ধি করে খেলছিলেন। কিন্তু এর পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
শনিবার ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই জাদেজা ৮৭ করে আউট হয়ে সাজঘরে ফিরে যান। জো রুটের বলে তাঁকে এলবিডব্লিউ দেওয়া হয়। তবে এই আউট নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। রুটের ডেলিভারি ডিফেন্ড করতে জাদেজা পা বের করে এগিয়ে এলে, বলটি তাঁর প্যাডে আঘাত করে এবং মাঠের আম্পায়ার তাঁকে আউট দিয়ে দেন। জাদেজা সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। এদিকে ব্যাট এবং প্যাডের মধ্যে বল থাকার সময়ে আল্ট্রাএজে একটি স্পাইক দেখা যায়। এতে স্টেডিয়াম উপস্থিত ভারতীয় সমর্থকেরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তবে বলটি প্রথমে তাঁর ব্যাটে লেগেছে কিনা, তা নিশ্চিত ভাবে নির্ধারণ করতে পারেননি টিভি আম্পায়ারও।
আরও পড়ুন: ম্যাজিকাল বলে অশ্বিন ফেরালেন স্টোকসকে, রেকর্ড এক ডজন বার আউট করলেন ইংল্যান্ডের অধিনায়ককে- ভিডিয়ো
টিভি আম্পায়ার বেশ কয়েক বার রিপ্লে দেখেও, বল প্রথমে ব্যাটে না প্যাডে লেগেছিল তা বুঝতে পারেননি। মাঠের আম্পায়ার এটিকে প্যাড হিসেবে বিবেচনা করায়, টিভি আম্পায়ারও এটিকে প্যাড হিসেবে বিবেচনা করেন এবং তিনি ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখেন। স্বাভাবিক ভাবেই ১৩ রানের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে রেখে, সাজঘরে ফিরতে হয় রবীন্দ্র জাদেজাকে।
জাদেজা সিদ্ধান্তে মাথা নাড়লেও প্রতিবাদ না করে মাঠের বাইরে চলে যান। ভক্তরা অবশ্য এই সিদ্ধান্তে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি। এবং তাঁরা ক্ষোভ উগরে দেন নেটপাড়ায়। জাদেজার আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে প্রতিবাদ। নেটিজেনদের বক্তব্য, বলটা যেহেতু প্যাড এবং ব্যাট দু'টিতে একসঙ্গে লেগেছে, তাই এটা আউট হতে পারে না।
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ৪২১। ৮১ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা এবং ৩৫ রানে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল। তৃতীয় দিন মাত্র ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ৪৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ৮৭ রানে আউট হন জাদেজা। জসপ্রীত বুমরাহ রানের খাতা খুলতে পারেননি। ৪৪ রানে আউট হন অক্ষর প্যাটেল।
ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অলি পোপের দুরন্ত সেঞ্চুরির হাত ধরে তৃতীয় দিনের শেষে ভালো জায়গায় রয়েছেন। তিনে ব্যাট করতে নেমে ২০৮ বলে অপরাজিত ১৪১ করে ফেলেছেন অলি পোপ। ১৭টি চার রয়েছে তাঁর ইনিংসে। এছাড়া ওপেন করতে নেমে ৪৭ করেছেন বেন ডাকেট। জ্যাক ক্রলি করেছেন ৩১। পোপের সঙ্গে ১৬ রানে অপরাজিত রয়েছেন রেহান আহমেদ। তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ৩১৬ রান ইংল্যান্ডের। ১২৬ রানে তারা আপাতত এগিয়ে রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports