চেন্নাইয়ের পর এবার কানপুর, ভারতের কাছে ফের হারল বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ দল। সিরিজের শেষ টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ঘটে এবং এর ফলে ফের হারতে হয় বাংলাদেশ দলকে। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারের দায় দিলেন ব্যাটারদের। জানালেন উইকেটে জমে যাওয়ার পরেও আউট হওয়ার কারণেই এমন বিপর্যয় ঘটেছে।
দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার ফলে ম্যাচটা কার্যত তিন দিনের ম্যাচ হয়ে গিয়েছিল। এরপরও বাংলাদেশ খেলাটা শেষ দিনের শেষ সেশন পর্যন্ত নিয়ে যেতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর ৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত রান করে ভারত। ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে রোহিতের দল।
আরও পড়ুন… ওদের জন্য ৮০ ওভারই যথেষ্ট! মুরলির রেকর্ড ছুঁয়ে রোহিতের গেম প্ল্যান ফাঁস করলেন অশ্বিন
কাদের জন্য সিরিজ হারলেন? কী বললেন শান্ত?
কানপুরের পঞ্চম দিনের উইকেটটায় অসমান বাউন্স ছিল। তবে পঞ্চম দিনের হিসেবে টার্ন অতো ছিল না। কিন্তু সেখানেও বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে রীতিমতো। এমন হারের পর শান্ত বলেন, ‘দুই টেস্টেই আমরা ব্যাটিং ভালো করিনি। যদি আপনি আমাদের ব্যাটারদের দিকে তাকান, তাহলে দেখবেন আমাদের সকলেই ৩০-৪০ বল খেলে আউট হয়ে যায়। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ যে আপনি যখন থিতু হবেন, তখন আপনাকে বড় রান করতে হবে।’
আরও পড়ুন… IND vs BAN: ৫২ ওভারে ৩৮৩, প্রতি ওভারে ৭ এর উপর রান! টেস্টে নতুন ইতিহাস লিখল রোহিত শর্মার ভারত
অশ্বিন আর জাদেজাকে নিয়ে কী বললেন বাংলাদেশ দলের অধিনায়ক
ভারতও প্রথম ম্যাচে বিপদে পড়েছিল। ১৪৪ রানে ৬ উইকেট খুইয়ে বসেছিল। তবে এরপর রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটিতে ভর করে ভারত ম্যাচে ফেরে। বাংলাদেশ এটা দেখেছে খুব কাছে থেকে, তবু শিখতে পারেনি কিছুই। বিষয়টা নিয়ে শান্ত বলেন, ‘যেভাবে অশ্বিন আর জাদেজা তখন ব্যাট করেছে, তা বেশ ভালো ছিল। আমাদের বোলিং ইউনিট হিসেবে ওসব মুহূর্তের দিকে মনোযোগ দিতে হবে, কীভাবে আমরা ওই উইকেটগুলো নিতে পারি। ওই জুটির কাছেই আমরা হেরে গিয়েছিলাম।’