সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর প্রথম হোম সিরিজে দারুণ ফর্মে অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে সহজেই গুড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই সেরা পারফরম্যান্স দেখিয়েছে অজিরা। বড়দিনের ঠিক পরেই শুরু এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজের সমতা ফেরাতে হলে এই ম্যাচ জিততে হবে পাকিস্তানকে। অন্যদিকে এই ম্যাচেই অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজের ফল চূড়ান্ত করা। তাই ইতিমধ্যেই জোর কদমে নেটে ঘাম ঝড়াতে শুরু করে দিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। বক্সিং ডে টেস্টে নামার আগে আইসিসির কোপের মুখে পড়লেন খোয়াজা। তিনি তাঁর ব্যাটে ও জুতোতে আর লাগাতে পারবেন না ডাভ পাখি দেওয়া 'শান্তি চিহ্ন'। স্পষ্ট ভাবে জানিয়ে দিল আইসিসি।
পারথ টেস্টে প্যালেস্তাইনকে সমর্থন জানাতে কালো আর্ম ব্যান্ড পরে বিতর্কে জড়িয়ে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার খোয়াজা। সেই ম্যাচেই মানবাধিকারের সমর্থনে জুতো পরতে বাধা দেওয়া হয় তাঁকে। তবে তাতে তাঁকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত। কিন্তু দ্বিতীয় টেস্ট শুরুর আগে নেটে অনুশীলন করার সময় খোয়াজাকে পরতে দেখা যায় ডাভ পাখি দেওয়া 'শান্তি চিহ্ন' জুতো। সেই চিহ্নটি ছিল তাঁর ব্যাটেও। এরপর আইসিসির তরফ থেকে জারি করা হয় নিষেধাজ্ঞা। তাদের বক্তব্য, এই আচরণ সম্পূর্ণভাবে আইসিসির নিয়মের বিরুদ্ধে যাচ্ছে এবং খোয়াজা সেই নিয়ম ভঙ্গ করেছে।
প্রসঙ্গত, প্যালেস্তাইনকে সমর্থন ঘিরে এক সাক্ষাৎকারে খোয়াজা দাবি করেন যে এই যুদ্ধ তাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং রোজ রক্তবন্যা দেখে তিনি কষ্ট পাচ্ছেন। তিনি বলেন, 'আমি এর আগেও এই বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেছি। আজও করছি। সত্যি বলতে গেলে আমি প্রচন্ড মর্মাহত এসব কিছু দেখে। আর নেওয়া যাচ্ছে না। যখনই আমি নিজে ইনস্টাগ্রাম খুলি আমি রোজ দেখতে পাই কিভাবে গাজায় অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছে এবং রক্তে মিশে গিয়েছে গোটা এলাকা। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ওভাবে কষ্ট পেতে দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। যত এই ভিডিয়োগুলি আমি দেখছি, ততই হৃদয় ভেঙে যাচ্ছে।'
পাশাপাশি, তিনি মনে করেন ক্রিকেটার হিসেবে তাঁর কর্তব্য সমাজের কাছে একটি মূল্যবান বার্তা তুলে ধরা। তিনি বলেন, 'সত্যি বলতে গেলে আমার কোনও এজেন্ডা নেই এই বিষয়ে। আমার শুধু একটাই লক্ষ্য, মানুষের সামনে সত্যি তুলে ধরা। আমি মনে করি ক্রিকেটার হিসেবে এটা আমার কর্তব্য।'