বাংলা নিউজ > ক্রিকেট > গত বিশ্বকাপে যে মানসিক স্থিতিতে ছিলাম সেখানে ফিরতে চাই, অকপট ফর্ম হাতড়ানো রোহিত
পরবর্তী খবর
গত বিশ্বকাপে যে মানসিক স্থিতিতে ছিলাম সেখানে ফিরতে চাই, অকপট ফর্ম হাতড়ানো রোহিত
2 মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 05:31 PM ISTTania Roy
২০১৯ ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। অভূতপূর্ব পারফরম্যান্স করেছিলেন তিনি। পাঁচটি শতরানের সৌজন্যে মোট ৬৪৮ রান করেছিলেন রোহিত। এবার সেই একই ফর্মে থেকে ভারতকে চ্যাম্পিয়ন করতে মরিয়া হিটম্যান।
রোহিত শর্মা।
ঘরের মাঠে বিশ্বকাপ হলেও, সেটা যে বাড়তি চাপ, সেটা ভালো ভাবেই জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে সেই চাপ নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে ফোকাস রাখতে চান তিনি। কারণ এক দশক হয়ে গিয়েছে, কিন্তু ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। সেই খরাই এবার কাটাতে মরিয়া রোহিতের ভারত।
রোহিত এশিয়া কাপের ঠিক আগে বেঙ্গালুরুর আলুরে ভারতীয় শিবিরে থাকাকালীন একটি সাক্ষাৎকারে পিটিআইকে বলেছেন, ‘আমার জন্য, এটা গুরুত্বপূর্ণ যে, আমি কী ভাবে নিজেকে শান্ত রাখব। এবং বাহ্যিক বিষয়গুলি নিয়ে চিন্তা করব না। সেটা ইতিবাচকই হোক বা নেতিবাচক- কিছু নিয়েই চাপ তৈরি হতে দেব না। আমি সব কিছু থেকে সরে এসে নিজের লক্ষ্যে স্থির থাকতে চাই।’ তিনি সঙ্গে যোগ করেছেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপের আগে যে পর্যায়ে ছিলাম, সেই পর্যায়ে খেলতে চাই।’
তিনি গত সংস্করণের (২০১৯ ওডিআই বিশ্বকাপ) কথা উল্লেখ করেছেন। আগের বার তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। অভূতপূর্ব পারফরম্যান্স করেছিলেন। পাঁচটি শতরানের সৌজন্যে মোট ৬৪৮ রান করেছিলেন রোহিত। সেই কথা মনে করে হিটম্যান বলেছেন, ‘আমি সেবার দুর্দান্ত মানসিকতার মধ্যে ছিলাম এবং টুর্নামেন্টের জন্য সত্যিই ভালো ভাবে প্রস্তুত ছিলাম।’
না থেমে রোহিত আর বলেছেন, ‘আমি গত বারের ছন্দই ফিরিয়ে আনতে চাই। এবং সেটা করার জন্য আমার কাছে সময় আছে। একজন ক্রিকেটার হিসেবে এবং একজন ব্যক্তি হিসেবে ২০১৯ বিশ্বকাপের আগে আমি ঠিক কী কী কাজ করছিলাম, তা মনে করার চেষ্টা করছি। সেগুলোই এবার করতে চাই।’
রোহিত নিজের ফোকাস সম্পর্কে পরিষ্কার। তিনি বলেছেন, ‘একজন ব্যক্তি তাঁর সাফল্য বা ব্যর্থতা দিয়ে রাতারাতি সবটা পরিবর্তন করতে পারে না। আমি মনে করি না যে, একটি ফলাফল বা একটি চ্যাম্পিয়নশিপ একজন ব্যক্তি হিসেবে আমাকে পরিবর্তন করতে পারে। আমি গত ১৬ বছরে একজন ব্যক্তি হিসেবে পরিবর্তিত হইনি এবং আমি মনে করি না যে, এই ফ্রন্টে কিছু পরিবর্তন করার দরকার আছে।’