আইপিএলে অভিষেক শর্মা, হর্ষিত রানারা এবার নজর কেড়েছেন। কিন্তু এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাদের দলে নিয়ে খুব বেশি লাভবান হয়নি তাঁদের ফ্র্যাঞ্চাইজি, বরং ক্ষতির মুখই দেখেছে। একঝলকে এবারের আইপিএলের ফ্লপ তরুণ ক্রিকেটারদের তালিকা…
নমন ধীর। ছবি- পিটিআই
২০২৪ আইপিএল জন্ম দিয়েছে একাধিক তারকার। অভিষেক শর্মার মতো তরুণ ক্রিকেটাররা ওপেনিংয়ে নজর কেড়েছেন সদস্য সমাপ্ত আইপিএলে। যুব ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার সেরা সুযোগ আইপিএলেই। দেশের ও বিদেশের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে নিজেদের চিনিয়েছেন অভিষেক পোড়েল, হর্ষিত রানা, শশাঙ্ক সিংরা। আইপিএলের আগে অনেককেই তেমন ধর্তব্যের মধ্যে রাখত না এই নামগুলোকে। কিন্তু আনকোরা হর্ষিত যেমন হয়ে উঠেছিলেন নাইটদের ভরসা, তেমন অভিষেক শর্মা নির্ভরতা দেন সানরাইজার্সকে। যদিও এবারের আইপিএলে এমন বেশ কয়েকজন যুব ক্রিকেটারই রয়েছেন, যারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সেই তালিকায় রয়েছে পৃথ্বী শ, ধ্রুব জুড়েল, জিতেশ শর্মা, মায়াঙ্ক মারকাণ্ডের মতো নামও, যাদের অনেক আশা করেই দলে নিয়েছিল তাঁদের ফ্র্যাঞ্চাইজি।
রমনদীপ সিং কলকাতার হয়ে সেভাবে সুযোগ না পেলেও চেষ্টা করেছেন। নীতিশ রেড্ডি ব্য়াট হাতে নজর কাড়লেও বল হাতে সেভাবেও তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। ১৩ ম্যাচে নিয়েছেন মাত্র ৩ উইকেট, ইকোনমি ১১-র ওপরে। ফলে যুব ক্রিকেটারদের আইপিএলের চাকচিক্যের মধ্যেও নিজেদের ফোকাস ধরে রাখতে হবে। পাশাপাশি দলগুলিকেও সুযোগ দিতে হবে। কারণ আকাশ দীপের মতো বোলারকে আরসিবি এক ম্যাচের পর আর খেলায়নি, সেখানে অনেক দলই তাঁদের বোলারদের খারাপ পারফরমেন্সে তাঁদের পাশে দাঁড়িয়েছে।