Virendra Sehwag on Rohit Sharma Test Retirement: রোহিত শর্মা বুধবার (৭ মে) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে ভক্তদের এই সিদ্ধান্তের কথা জানান রোহিত শর্মা। আগামী ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে তাঁর জায়গা নিয়ে জল্পনার মধ্যেই রোহিত এই ঘোষণা করেন। The Indian Express-এর রিপোর্ট অনুযায়ী, আজিত আগারকর নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচক কমিটি ইংল্যান্ড সফরের জন্য রোহিটকে টেস্ট অধিনায়কের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়ার পর এই সিদ্ধান্তে পৌঁছান রোহিত শর্মা।
Cricbuzz-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ রোহিতের সিদ্ধান্তকে ‘ভালো লক্ষণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন। সেহওয়াগ বলেন, ‘এটা দুর্দান্ত, কারণ আমিও শুনেছিলাম কিছু ব্যাপার—যেমন, সে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল, বা অস্ট্রেলিয়া সফরের সময় যখন শেষ টেস্ট খেলেনি, তখন বলছিল, ‘আমি কোথাও যাচ্ছি না। আমি এখানেই আছি। এমন ভাব করো না যেন আমি অবসর নিয়েছি।’
আরও পড়ুন … সকলেই চায় একজন তরুণ অধিনায়ক… ভারতীয় দলের নেতৃত্ব নিয়ে কী বলেছিলেন রোহিত শর্মা?
এরপরে বীরু বলেন, ‘কিন্তু এই সময়ে কী হতে পারে? সম্ভবত নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছিলেন—‘আমরা রোহিত শর্মাকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করব না,’ বা হয়তো ‘আমরা তাঁকে খেলোয়াড় হিসেবেও দলে নেব না।’ আমি নিশ্চিত নির্বাচকরা তাঁর সঙ্গে কথা বলেছিলেন, নিজেদের পরিকল্পনা জানিয়েছিলেন এবং কিছু বিকল্প দিয়েছিলেন। তাই দল ঘোষণার আগে—সবকিছু প্রকাশ্যে আসার আগেই—রোহিত শর্মা নিজেই অবসরের ঘোষণা করেন। এটা ভালো দিক।’
আরও পড়ুন … ও ভবিষ্যতে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে…. রোহিতের পরবর্তী নেতাকে খুঁজে নিয়েছে BCCI!
সেহওয়াগ রোহিতের ভারতীয় ক্রিকেটে অবদানকেও সম্মান জানান। তিনি বলেন, ‘কিন্তু রোহিত শর্মার মতো খেলোয়াড়কে মিস করবে না এমন কেউ নেই। টেস্ট, ওডিআই, কিংবা টি টোয়েন্টি—যে কোনও ফর্ম্যাটেই ও পূর্ণ বিনোদন দিয়েছে। দর্শকরা ওর ব্যাটিং দারুণ উপভোগ করেছে, আর ওর রেকর্ডগুলো অসাধারণ।’
আরও পড়ুন … রোহিত শর্মার অবসরের পরে গৌতম গম্ভীরের তিন শব্দের প্রতিক্রিয়া! ভাইরাল হল পোস্ট
এরপরে তিনি বলেন, ‘হ্যাঁ, এমন একটা অনুভূতি থাকেই—ও আর একটু খেলতে পারত। হয়তো ১০০ টেস্ট ম্যাচও খেলতে পারত, যা খুব অল্প সংখ্যক এলিট খেলোয়াড়ই করেছে। কিন্তু ও নিজের সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা ঠিক আছে। ওর কেরিয়ার সত্যিই অসাধারণ ছিল।’ রোহিত শর্মা তাঁর টেস্ট কেরিয়ারে ৬৭টি ম্যাচে ৪৩০১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান, গড় ৪০.৫৭।