দরকার ছিল মোটে ৩টি উইকেট। রঞ্জি ফাইনালের তৃতীয় দিনে কেরলের আদিত্য সারওয়াটে, সলমন নিজার ও এমডি নিধিশকে সাজঘরে ফেরানো মাত্রই ইতিহাস গড়েন হর্ষ দুবে। এমন এক রেকর্ড গড়েন বিদর্ভের ২২ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার, যে কৃতিত্ব রঞ্জি ট্রফির ৯০ বছরের ইতিহাসে আর কোনও ক্রিকেটার অর্জন করতে পারেননি।
রঞ্জি ট্রফির একটি মরশুমে সব থেকে বেশি উইকেট নেওয়ার সর্বকালীন রেকর্ড গড়েন হর্ষ দুবে। তিনি ভেঙে দেন বিহারের আশুতোষ আমনের নজির। ২০১৮-১৯ মরশুমের রঞ্জি ট্রফিতে আশুতোষ সাকুল্যে ৬৮টি উইকেট দখল করেন। রঞ্জি ফাইনালে নিধিশের উইকেটটি হর্ষ দুবের চলতি টুর্নামেন্টে ৬৯তম শিকার। অর্থাৎ, রঞ্জি ট্রফির ৯০ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে একটি মরশুমে ৬৯টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন দুবে।
আরও পড়ুন:- AFG vs BAN: আফগানিস্তানের চমকপ্রদ উত্থানের পাশে নিতান্ত ফিকে বাংলাদেশ, ODI ফর্ম্যাটের ICC ইভেন্টে দু'দলের তুলনা
রঞ্জির একটি মরশুমে সব থেকে বেশি উইকেট
১. হর্ষ দুবে (বিদর্ভ)- এখনও পর্যন্ত ৬৯টি উইকেট (২০২৪-২৫)।
২. আশুতোষ আমন (বিহার)- ৬৮টি উইকেট (২০১৮-১৯)।
৫. জয়দেব উনাদকাট (সৌরাষ্ট্র)- ৬৭টি উইকেট (২০১৯-২০)।
৪. বিষেণ সিং বেদী (দিল্লি)- ৬৪টি উইকেট (১৯৭৪-৭৫)।
৫. ডোডা গণেশ (কর্ণাটক)- ৬২টি উইকেট (১৯৯৮-৯৯)।
আরও পড়ুন:- Pakistan Cricket: পাক ক্রিকেটে ফের গৃহযুদ্ধ! আক্রমদের বিরুদ্ধে ৩৫ কোটির মানহানির মামলা মুস্তাকের!
রঞ্জি ট্রফি ২০২৪-২৫'এ হর্ষ দুবের বোলিং পারফর্ম্যান্স
১. বনাম অন্ধ্রপ্রদেশ- প্রথম ইনিংসে ৫২ রানে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৪ উইকেট।
২. বনাম পুদুচেরি- প্রথম ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৪ উইকেট।
৩. বনাম উত্তরাখণ্ড- প্রথম ইনিংসে ৮২ রানে ২ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৬ উইকেট।
৪. বনাম হিমাচলপ্রদেশ- প্রথম ইনিংসে ৭১ রানে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৬ উইকেট।
৫. বনাম গুজরাট- প্রথম ইনিংসে ৬৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ২ উইকেট।
আরও পড়ুন:- Kohli On Brink Of History: নিউজিল্যান্ড ম্যাচে একই সঙ্গে সৌরভ ও ধাওয়ানের দুরন্ত রেকর্ড ভাঙতে পারেন বিরাট, দরকার মোটে ৫১