গ্লেন ফিলিপস কি সত্যিই কোনও মানুষ? নিউজিল্যান্ডের তারকা কি ভিনগ্রহের কেউ? রবিবার দুবাইয়ে বিরাট কোহলির যে অবিশ্বাস্য (কথার কথা অবিশ্বাস্য নয়, সত্যিকারের অবিবিবিবিবিবিশ্বাস্য) ক্যাচটা নিলেন কিউয়ি তারকা, সেটা দেখে যে কারও মনে সেই প্রশ্নটা উঠতে বাধ্য। ফিলিপস ক্যাচটা নেওয়ার পরে স্রেফ ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে থাকেন বিরাট। কীভাবে এটা ক্যাচ হল, সেটা স্রেফ যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল তাঁর। হতবাক হয়ে যান দর্শকরাও। মাথায় হাত দিয়ে চাপড়াতে থাকেন তাঁরা। মাথায় হাত পড়ে যায় বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার। কেউ যেন ভেবে পাচ্ছিলেন না যে কীভাবে এটা ক্যাচ হল? কীভাবে ক্যাচটা নিলেন ফিলিপস?
অন্য যে কেউ থাকলে ওটা চার হত….কিন্তু ফিলিপস….
আর সেটা হওয়ারই কথা। কারণ সপ্তম ওভারের চতুর্থ বলে ম্যাট হেনরির শর্ট বলে পুরো মাখনের মতো ব্যাট চালান বিরাট। অফস্টাম্পের বাইরে শর্ট বলের সঙ্গে যেরকম আচরণ করা উচিত, ঠিক সেটাই করেন। দারুণ টাইমিং করেন বিরাট। অন্য কোনও ফিল্ডার থাকলে নিশ্চিতভাবে ওটা চার হত। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে নিজের ডানদিকে সামান্য সরে শূন্যে ভেসে অবিশ্বাস্য ক্যাচ ধরেন ফিলিপস। বলটা প্রায় তাঁর পিছনে চলে গিয়েছিল। কিন্তু মাঠের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বলটা তালুবন্দী করেন নেন কিউয়ি তারকা।
যেন জলভাত ক্যাচ, ফিলিপসের প্রতিক্রিয়া ছিল তেমনই
আর ক্যাচটা ধরার পরে গ্যালারির দিকে ফিলিপস যে অঙ্গভঙ্গি করেন, তা দেখে মনে হবে যে এটা তো বাচ্চাদের ক্যাচ, জলভাত পুরো। সেটা যে কতটা অবিশ্বাস্য ক্যাচ, তা বিরাটের প্রতিক্রিয়া দেখেই বোঝা গিয়েছে। শট খেলার যে মোমেন্টাম ছিল, সেটা কাটিয়ে ওঠার আগেই ফিলিপসকে ক্যাচটা নিতে দেখে হতবাক হয়ে যান ভারতীয় তারকা। হাঁ হয়ে খুলে যায় মুখটা। যেন বিশ্বাস করতে পারছিলেন না যে তাঁর সামনে কী হল। আরও একবার রিপ্লে দেখালে যেন ভালো হত।
ফিলিপসের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকাররা
জায়ান্ট স্ক্রিনে বিরাট সেই ক্যাচের রিপ্লে দেখেছেন কিনা, তা জানা নেই। কিন্তু হতবাক হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। ১৪ বলে ১১ রান করে তিনি যখন ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন তখনও দর্শকরা বুঝতে পারছিলেন না যে ঠিক হয়েছে। দর্শকরা তো চার হবে বলে প্রায় সেলিব্রেশনের জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তাঁরা প্রথমে বুঝতেই পারেননি যে কী হল!
আর শুধু তাঁরা নন, ফিলিপসের ক্যাচটা এমনই ছিল যে একাদশ ওভারেও আলোচনা চলছিল যে কীভাবে এটা করলেন কিউয়ি তারকা! নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার ইয়ান স্মিথ তো বলেন, এখন যা হয়েছে, তাতে যেখানে ফিলিপস ফিল্ডিং করবেন, সেখানে বল মারতে ভয় পাবেন ব্যাটাররা।