বুধবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে ভারতের বোলিং লাইন আপ কেমন হতে পারে? এই মূহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন। মহম্মদ সিরাজ আগেই জানিয়ে দিয়েছেন যে জসপ্রীত বুমরাহ এই টেস্টে খেলবেন। সিরাজও যে খেলবেন তাও সহজেই অনুমেয়। সমস্যা হচ্ছে, তৃতীয় পেসার কে হবেন? নীতীশ রেড্ডিও খেলতে পারবেন না চোটের জন্য। তাই শার্দুলকে হয়ত অলরাউন্ডার হিসেবে ব্যবহার করা হতে পারে। কিন্তু তৃতীয় পেসার কি তাহলে ফের প্রসিধ কৃষ্ণা নাকি নবাগত অংশুল কম্বোজ? কারণ আকাশ দীপেরও চোট রয়েছে। পাল্লা ভারি কিন্তু অংশুলের দিকেই।
হাল্কা চোট নিয়ে যদি আকাশ দীপকে খেলানো হয়, এরপর যদি এই পেসার ৪০ ওভার মতো বোলিং করতে না পারেন, তাহলে চাপে পড়বে টিম ইন্ডিয়া। তাঁকে খেলানো নিয়ে প্রশ্ন উঠবে। আর প্রসিধ কৃষ্ণার রান দেওয়ার যে প্রবণতা, তাতে যদি আবারও কৃষ্ণা ফ্লপ হন তাহলে তো গম্ভীরদের স্ট্র্যাটেজি নিয়েই প্রশ্ন উঠে যাবে। তাই অংশুল কম্বোজকেই বুধবারের ম্যাচে অভিষেক করানো হতে পারে।
ম্যাঞ্চেস্টারে অনুশীলনে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা গেল অংশুল কম্বোজকে। প্রায় ৪৫ মিনিট তিনি নেটে ঘাম ঝড়ালেন, পাশাপাশি দীর্ঘক্ষণ কথাও বলেন গম্ভীরের সঙ্গে। এছাড়াও দলের সিনিয়র পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তিনি। তাঁকে নেটে বোলিং করতে দেখা যায় শুভমন গিল, লোকেশ রাহুল, যশস্বী জসওয়ালের মতো বোলারদের।
রবিবার ভারতীয় দলে তিনটি ধাক্কা লাগে কারণ আর্শদীপ সিংয়ের হাতে বল লাগায় তাঁর বাহাতে সেলাই পড়ে। ফলে চতুর্থ টেস্টে তিনি খেলতে পারবেন না বলে বিসিসিআই জানিয়ে দেয়। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি হাঁটুতে চোট পেয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন। এদিকে আকাশ দীপেরও ম্যাঞ্চেস্টারে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, কারণ তাঁরও কুঁচকিতে চোট রয়েছে। সোমবার আকাশের ফিটনেস টেস্টও হয়। মর্নি মর্কেল এবং ভারতীয় দলের ফিজিও আকাশের বোলিং দেখেন, কিন্তু খুব অল্প সময় বোলিং করায় আকাশ এই টেস্টে খেলবেন না বলেই মনে করা হচ্ছে।