বর্ডার গাভাসকর ট্রফিতে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতে রান না পাওয়ার প্রভাব লক্ষ্য করা গেছে তাঁর অধিনায়কত্বের উপর। যেই কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বর্ডার গাভাসকর ট্রফির ৩টি টেস্ট খেলেছিলেন রোহিত, যেখানে ৫ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৬.২। এরকম পারফরম্যান্সের পর সিডনিতে সিরিজের শেষ টেস্টে খেলতে দেখা যায়নি তাঁকে। রোহিত দাবি করেছিলেন, নিজেই নিজেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে পার্থে প্রথম টেস্টেও খেলেননি তিনি। সেবার পারিবারিক কারণে টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে বর্ডার গাভাসকর ট্রফি হারের পর তাঁকে নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার রোহিতের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার সাইমন কাটিচ।
স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে রোহিতের ভবিষ্যত উজ্জ্বল:
কাটিচ মনে করেন রোহিতের জন্য আর টেস্ট ক্রিকেট নয়, এবার অন্য কোনও পেশার দিকে এগিয়ে যাক তিনি। প্রাক্তন অজি ক্রিকেটার বলেছেন, ‘আপনি যদি তার পরিসংখ্যান দেখেন তাহলেই দুর্দশার বিষয়টা বুঝতে পারবেন। আমরা এই টেস্টে সেটাই দেখলাম। তাঁর শেষ টেস্ট থেকে সরে দাঁড়ানোর নিঃস্বার্থ সিদ্ধান্তটা ভালো ছিল। আমি তার সাক্ষাৎকার দেখেছি। খুব ভালো কথা বলেছে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে ক্রিকেট ক্যারিয়ার শেষে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ওর ভবিষ্যৎ উজ্জ্বল। ওর মধ্যে বেশ রসবোধ আছে।’ সব মিলিয়ে রোহিতকে নিয়ে সমালোচনা যেন কিছুতেই থামছে না। ভারতের টেস্ট দলের অধিনায়ককে নিশানা করেছেন দেশের অনেক প্রাক্তন ক্রিকেটাররাও। এরকম পরিস্থিতিতে আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে ভারত। সেখানে রোহিতকে খেলতে দেখা যাবে কিনা সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই।
অবসর নিয়ে কী বলেছিলেন রোহিত:
দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে খারাপ ফর্ম চলছে রোহিত শর্মার। মেলবোর্নে হারের পর থেকেই তাঁকে দল থেকে বসানোর দাবি তুলছিলেন ক্রিকেট প্রেমীরা। সিডনিতে দলে না থাকায় তাঁকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। অনেকেই মনে করতে থাকেন সিরিজ শেষ হলে অবসর গ্রহণ করবেন তিনি। এমন অনেক রিপোর্ট সামনে আসে যেখানে বলা হয়, নির্বাচকরা তাঁর থেকে মুখ ফেরাতে প্রস্তুত। তবে টেস্টের দ্বিতীয় দিনে নিজেই সব জল্পনায় জল ঢালেন রোহিত। স্পষ্ট জানিয়ে দেন এখনই অবসর নয়। সাক্ষাৎকারের শেষে যতীন সাপরু যখন রোহিতকে থ্যাঙ্ক ইউ বলেন, তখন তা শুনে হিটম্যান মজা করে বলেন, ‘আরে ভাই আমি কোথাও যাচ্ছি না এখন।’ শুধু তাই নয়, সাক্ষাৎকারে সিডনি টেস্ট না খেলার বিষয়টি নিয়েও মুখ খুলেছিলেন রোহিত। তিনি বলেছিলেন, ‘না ড্রপ হয়েছি, না অপ্ট-আউট করেছি, আমি স্ট্যান্ড ডাউন করেছি।’