মেলবোর্নে বৃহস্পতিবার থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে জোর কদমে অনুশীলনে ব্যস্ত ভারতীয় শিবির। পার্থে প্রথম টেস্টে জয় দিয়ে অজি সফর শুরু করেছিল টিম ইন্ডিয়া। তারপর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। গাব্বায় আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র ঘোষিত হয়। মূলত বৃষ্টির কারণে পুরো ৫ দিন খেলা সম্ভব হয়নি। বর্তমানে ৫ ম্যাচের সিরিজের ফলাফল ১-১। এই মুহূর্তে বাকি দুটি টেস্ট জিতে পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মরিয়া ভারত। সেই জন্য মেলবোর্নে নামার আগে কোনও খামতি রাখতে চাইছে না তারা। নেটে নিজের নিজের দুর্বলতার উপর কাজ করছেন বিরাটরা।
আর এরই মাঝে একটি মন ছুঁয়ে নেওয়ার মতো ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে দেখা যাচ্ছে, নেটে অনুশীলন করছেন বিরাট কোহলি। দূর থেকে দাঁড়িয়ে নিজের ছোট্ট ছেলের কাছে তাঁর পরিচয় তুলে ধরছেন এক পিতা। ভারতের এই ব্যাটসম্যানকে চিনাতে বিরাট উপমার ব্যবহার করতে দেখা যায় তাঁকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই পিতা তাঁর সন্তানকে প্রথমবার কোহলিকে চিনিয়ে দিচ্ছেন। তিনি তাঁর ছেলেকে বলছেন, ‘জ্যামি ওদিকে দেখ, ওই যে ওখানে চতুর্থ নম্বর ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছ? তাঁর নাম হল বিরাট কোহলি। তিনি বিশ্ব সেরা ব্যাটসম্যান।’
এদিন বিরাট কোহলি মূলত তাঁর অফ স্টাম্পের বাইরের বলে যেই দুর্বলতা রয়েছে সেটা কাটিয়ে উঠতে অনুশীলন করছিলেন। তিনি স্টাম্পের বাইরের বল ছাড়ার উপর বিশেষ জোর দিয়েছিলেন। বিগত টেস্টগুলিতে বারবার তাঁকে সেই জায়গায় বল করে সমস্যায় ফেলেছে অজি পেসাররা। এরকম পরিস্থিতিতে নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে মরিয়া বিরাট। ২০২৪ সালটা মোটেও ভালো যায়নি এই তারকা ব্যাটসম্যানের। যদি টি-২০ বিশ্বকাপ জয়ের বিষয়টা সরিয়ে দেওয়া হয়, তাহলে সব ফরম্যাটেই ব্যাট হাতে এবছর ব্যর্থ হয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত চলতি বছরে ১৭ ইনিংস খেলেছেন তিনি, রান করেছেন ৩৭৬। ভারতের হয়ে মাত্র ১টি সেঞ্চুরি এবং ১টি হাফ সেঞ্চুরি করেছেন এই সময়কালে। গাব্বায় ব্যর্থতার পর তাঁর এবছরের ব্যাটিং গড় গিয়ে দাঁড়িয়েছে ২৫.০৬। এটি বিরাটের এক ক্যালেন্ডার বছরের সবচেয়ে খারাপ পরিসংখ্যান। এর আগে ২০২২ সালেও তাঁর ব্যাটিং গড় ছিল ২৫.০৬।