শুক্রবার ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলির একটি নতুন ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। লন্ডনে শ্যাশ প্যাটেল নামে এক ব্যক্তির সাথে কোহলির ছবি ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া সেই ব্যক্তি কে তা নিশ্চিত করতে না পারলেও, বিরাটের কাঁচা পাকা দাড়ি কেড়েছে নজর!
কোহলিকে স্পষ্টতই আলাদা দেখাচ্ছে, এমনকি তাঁর দাড়িতে ধূসরতার কারণে তাঁকে দেখতেও অন্যরকম লাগছে বলে মনে করছে নেটপাড়ার অকাংশ! বিরাটের বয়স ৩৬ বছর আর ৩৭ বছর বয়সের দোরগোড়ায় তিনি যাচ্ছেন।
৪০র নিচে থাকা বিরাটের এই লুক ভক্তদের ভাবনার উদ্রেক করেছে। এর আগে, ১০ জুলাই যুবরাজ সিং আয়োজিত একটি অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন বিরাট। তার এক মাসেরও কম সময়ের মধ্যে কোহলির এই নয়া লুক ভক্তদের হতবাক এবং উদ্বিগ্ন করে তুলেছে। সেই অনুষ্ঠানেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নীরবতা ভেঙেছিলেন কোহলি। যদিও তিনি বিস্তারিতভাবে কিছু বলেননি, কোহলি উল্লেখ করেছেন, ‘আমি মাত্র দুই দিন আগে আমার দাড়ি রঙ করেছি। তোমরা জানো এখন প্রতি চার দিন অন্তর দাড়ি রঙ করার সময় এসেছে।’