আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে পাকিস্তান। ফখর জামান নিউজিল্যান্ড ম্যাচে চোট পেতেই পাক সমর্থকরা চিন্তায় পড়ে গেছিলেন, বুঝতে পেরেছিলেন এমন কিছুই অপেক্ষা করছে তাঁদের কপালে। কারণ পাক বোর্ডের নির্বাচকরা কয়েক মাস আগে পর্যন্ত ফখর জামানকে শায়েস্তা করার জন্য দল থেকে বাদ দিলেও, তাঁর প্রতিভার সমান ক্রিকেটার কিন্তু খুজে পাননি। এবার পাক তারকা নিজেই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে, ঠিক কবে মাঠে ফিরবেন তিনি।
হতাশ ফখর জামান, জানালেন চোটের দিনের অভিজ্ঞতার কথা
ফখর জামান বলছেন, ' 'আমি মনে করি আমি খুবই স্ট্রং। আমি অনেক চোট দেখেছি। কিন্তু যখন চোট পেয়ে ছিটকে যাচ্ছিলেন তখন নিজের আবেগকে ধরে রাখতে পারিনি। অনেকেই আমায় থামানোর চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। আমার ছেলেও আমায় জিজ্ঞাসা করছিল, যে খুব ব্যাথা হচ্ছিল কিনা। কিন্তু সেই সময়টা অভিজ্ঞতা ওভাবে বোঝানো যাবে না। আমি যন্ত্রণাটা পেয়েই বুঝতে পারছিলাম যে এই ম্যাচের পর আমার চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ হয়ে যাবে। আর এই প্রতিযোগিতাটা এমনই যে একটা ম্যাচ হারলেই চাপে' পড়ে যাবে দল। ’
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
ওপেনিং করলে দল জিতত, বলছেন ফখর জামান
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ওপেনিং করতে পারলে দলের পারফরমেন্স অন্যরকম হত বলেই মনে করছেন গতবারে এই প্রতিযোগিতায় ফাইনালে শতরান করা ফখর জামান। তিনি বলছেন, ‘আমি ওপেনিং করলে হয়ত কিছুটা আলাদা হতে পারত। কারণ বড় রান তাড়া করতে নামলে ওপেনারদের ভূমিকাই সব থেকে বেশি হয়। কারণ শুরুর ১০ ওভারে ভালো রান করতে হয়। কিন্তু আমি করতে পারিনি। আমি আম্পায়ারের কাছেও গিয়ে বলেছিলাম, যদি কোনও উপায় বেরোয়। আমি সেই জন্য পুরো ফিল্ডিং করিনি। আমি জানতাম যদি ওপেনিং না করি, তাহলে অনেকটা পরে নামতে হবে আমায়।’
১ মাসেই মাঠে ফিরবেন ফখর জামান
দল তো ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তিনি করবে ফিরবেন চোট কাটিয়ে মাঠে? ফখর জামান বলেন, ‘আজকেও চিকিৎসকের কাছেই গেছিলাম। আর চিকিৎসক জানিয়েছেন তিন সপ্তাহ পর অনুশীলন শুরু করতে পারো, আশা করব ১ মাসের মধ্যেই ফিরে আসব মাঠে।’ এরপরই তিনি জানান, এই মূহূর্তে বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি তাঁকে সমস্যায় ফেলে।
কোনও ভারতীয়কে পছন্দ নয় জামানের
এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, সেই সাক্ষাৎকারে তাঁর রোল আইকন কারা? এরপরই তিনি নাম নেন বিরাট কোহলির আরসিবির সতীর্থ এবি ডিভিলিয়ার্সের। সঙ্গে অস্ট্রেলিয়ার দুই বাঁহাতি বিশ্বকাপজয়ী ক্রিকেটার ম্যাথিউ হেডেন এবং অ্যাডাম গিলক্রিস্টকেও নিজের পছন্দের ক্রিকেটার হিসেবে বেছে নেন ফখর জামান।