এখনও প্লে-অফের টিকিট নিশ্চিত হয়নি দিল্লি ক্যাপিটালসের। লিগ টেবিলে প্রথম চারের বাইরে রয়েছেন অক্ষর প্যাটেলরা। তবে তাই বলে ক্যাপিটালসের অন্দরমহল থমথমে নয় মোটেও। বরং নিতান্ত ফুরফুরে মেজাজে রয়েছে দিল্লির ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।
আসলে দিল্লির সামনে আইপিএল ২০২৫-এর প্লে-অফে ওঠার বিস্তর সুযোগ রয়েছে। ১০ ম্যাচে ৬টি জয়-সহ ১২ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে তারা। লিগের শেষ চারটি ম্যাচের মধ্যে ২টি জিতলেই কার্যত শেষ চারের টিকিট পকেটে পুরবেন অক্ষর প্যাটেলরা।
এমন পরিস্থিতিতে দিল্লির ক্রিকেটার ও কোচিং স্টাফদের অন্য মেজাজে দেখা গেল একটি অনুষ্ঠানে। অনুরাগীদের অনুরোধে যেখানে দিল্লির প্রোটিয়া তারকা ফ্যাফ ডু'প্লেসি ও ব্রিটিশ মেন্টর কেভিন পিটারসেনকে রীতিমতো নেচে ফাটাতে দেখা যায়।
আরও পড়ুন:- ফাইনালে ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া বাবরের, রেকর্ড ইনিংস গড়ে চ্যাম্পিয়ন তাঁর দল
অনুষ্ঠানের মাঝেই চিকেন-ব্যানানা ডান্স মুভের অনুরোধ যায় কেপি ও ডু'প্লেসির কাছে। প্রথমে না-না করলেও শেষে রাজি হন দুই বিদেশি তারকা। একবার স্টেজ মাতানোর পরে কেপিদের কাছে পুনরায় সেই ডান্স মুভ উপস্থাপনের অনুরোধ আসে। এবার অবশ্য কোনও আপত্তি ছাড়াই ফ্যাফ ও কেপি নেচে দেখান অনুরাগীদের।
দুই তারকার নাচ রীতিমতো উপভোগ্য ছিল, যা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন লোকেশ রাহুল, অক্ষর প্যাটেলরা। সারাক্ষণ তাঁদের মুখে ছিল চওড়া হাসি।
আরও পড়ুন:- রিঙ্কু পেরেছিলেন, পারলেন না ধোনিরা, পরপর ২ বছর শেষ ওভারে চেন্নাইকে ঘোল খাওয়ালেন যশ দয়াল
লোকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মজাদার মন্তব্য কেপির
অনুষ্ঠানে লোকেশ রাহুলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কেভিন পিটারসেন মস্করা করেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পিটারসেনকে লোকেশ রাহুলের রোস্ট করার ভিডিয়ো ভাইরাল হয়েছে। এমনকি কেপি লোকেশের ব্যাটিংয়ের প্রশংসা করলে রাহুল সরাসরি বলেও বসেন যে, ‘একদিন তো আমার ব্যাটিংকে বোরিং বলেছিলে।’ সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি।
সব দেখে শুনে কেপি এবার বলেন, ‘আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন যে, আমার সঙ্গে লোকেশ রাহুলের সম্পর্ক কেমন। আমি এখনও সম্পর্কে উন্নতি করার চেষ্টা চালাচ্ছি। দিন দিন সম্পর্ক ভালো হচ্ছে। আমরা ওকে রিল্যাক্স হওয়ার জন্য দিন দু’য়েক সময় দিয়েছিলাম। আশা করি টুর্নামেন্ট শেষ হতে হতে আমারা বন্ধু হয়ে উঠব।'
আরও পড়ুন:- RCB ম্যাচে ‘আউট না হয়েও’ মাঠ ছাড়তে হল ব্রেভিসকে, DRS চেয়েও কেন পেলেন না?
উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানস ম্যাচের আগে মেন্টরের ভূমিকা আসলে কী, সেই বিষয়ে পিটারসেনকে রোস্ট করেন লোকেশ রাহুল। তিনি বলেন যে, ‘মেন্টর হলেন এমন একজন ব্যক্তি, যিনি মরশুমের মাঝে দু’সপ্তাহের জন্য মলদ্বীপে যান।' আসলে চলতি আইপিএলের মাঝে পিটারসেন সপরিবারে মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। সেই কারণেই তাঁকে খোঁচা দেন রাহুল।