প্রত্যাশা মতোই রাঁচিতে ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের একদিন আগেই ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেয়। ক্রিকেটপ্রেমীদের অবাক করে বেন স্টোকসরা তাঁদের প্লেয়িং ইলেভেনে একজোড়া রদবদল করে।
ইংল্যান্ড রাঁচি টেস্টে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় অফ-স্পিনার শোয়েব বশির ও ডানহাতি পেসার ওলি রবিনসনকে। বাদ পড়তে হয় লেগ-স্পিনার রেহান আহমেদ ও পেসার মার্ক উডকে।
ইংল্যান্ড হায়দরাবাদের প্রথম টেস্টে একমাত্র পেসার হিসেবে মাঠে নামায় মার্ক উডকে। তবে বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে উডকে বসিয়ে জেমস অ্যান্ডারসনকে মাঠে নামায় তারা। রাজকোটের তৃতীয় টেস্টে অ্যান্ডারসন ও উড, দু'জনেই মাঠে নামেন। তবে এবার রাঁচির চতুর্থ টেস্টে অ্যান্ডারসনের পেস জুটি হবেন রবিনসন। উড রাজকোট টেস্টে মন্দ বোলিং করেননি। তিনি প্রথম ইনিংসে চারটি উইকেট সংগ্রহ করেন। তা সত্ত্বেও রাঁচি টেস্টের প্রথম একাদশে জায়গা হল না তাঁর।
অন্যদিকে বশির ভিসা সমস্যায় প্রথম টেস্টে মাঠে নামতে পারেননি। তিনি দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট নেন। রাজকোটের তৃতীয় টেস্টে বাদ পড়তে হয় বশিরকে। এবার চতুর্থ টেস্টের প্রথম একাদশে ফিরলেন শোয়েব।
আরও পড়ুন:- গুলমার্গের রাস্তায় ছেলে-ছোকরাদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন সচিন, নিমেষে ভাইরাল ভিডিয়ো
রেহান আহমেদ সিরিজের তিনটি টেস্টেই মাঠে নামেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি উইকেট নিয়েছেন তিনি। তবু রাঁচির পিচের সম্ভাব্য চরিত্রের কথা মাথায় রেখে রেহানের বদলে বশিরকে মাঠে নামানোই শ্রেয় মনে করেন স্টোকসরা।
সুতরাং, রাঁচিতে ইংল্যান্ডের পেস আক্রমণ সামলাবেন অ্যান্ডারসন ও রবিনসন। স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন টম হার্টলি, শোয়েব বশির ও জো রুট। ইংল্যান্ড তাদের ব্যাটিং লাইনআপে কোনও বদল করেনি। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া সত্ত্বেও প্রথম একাদশে জায়গা ধরে রেখেছেন বেন ফোকস ও জনি বেয়ারস্টো। জো রুটও ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। তবে তাঁর বোলিং ইংল্যান্ডের জন্য কার্যকরী প্রমাণিত হয়েছে সিরিজে। রুট ৩ ম্যাচে মোটে ৭৭ রান করলেও উইকেট নিয়েছেন ৭টি।
আরও পড়ুন:- পাশ দিয়ে বেরিয়ে গেলেন গিলরা, চিনতেই পারলেন না IPL-এর প্রথম আদিবাসী ক্রিকেটার রবিনের 'সিকিউরিটি গার্ড' পিতাকে