এমনটা নয় যে, ধোনি গত মরশুম পর্যন্ত ব্যাটিং অর্ডারের উপরের দিকে নামতেন এবং এবছর বাকিদের সামনে ঠেলে দিয়ে নিজেকে লোয়ার অর্ডারে নামিয়ে এনেছেন। বরং গত মরশুমেও ধোনি লোয়ার অর্ডারেই ব্যাট করতেন। তবে শুক্রবার চিপকে আরসিবির বিরুদ্ধে ধোনির নয় নম্বরে ব্যাট করতে নামা নিয়ে চর্চা হচ্ছে বিস্তর।
আরসিবির বিরুদ্ধে ধোনি যখন ব্যাট করতে নামেন, ততক্ষণে ম্যাচ সিএসকের নাগালের বাইরে চলে গিয়েছে। স্যাম কারানকে তো বটেই, এমনকি রবিচন্দ্রন অশ্বিনকেও নিজের থেকে উপরে ব্যাট করতে পাঠান ধোনি। শেষে কার্যত টেল এন্ডার হিসেবে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন মাহি।
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ধোনি ৮ নম্বরে ব্যাট করতে নামেন। তবে কিছু করে দেখানোর সুযোগ হয়নি তাঁর। দলকে বেকায়দায় দেখেও আরসিবির বিরুদ্ধে ধোনি কেন উপরের দিকে ব্যাট করতে নামলেন না, এই বিষয়ে বিস্তর প্রশ্ন উঠছে। তবে মরশুম শুরুর আগেই ধোনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি নীচের দিকে ব্যাট করতে নামবেন এবং সেই ছবিটা তড়িঘড়ি বদলানোও মুশকিল।
আরও পড়ুন:- Fleming On Chepauk Pitch: ৪ স্পিনার নামিয়ে দেবে, এটা সেই চিপক নয়, CSK কোনও হোম অ্যাডভান্টেজ পায় না, দাবি কোচ ফ্লেমিংয়ের
কেন নীচের দিকে ব্যাট করতে নামেন ধোনি?
আইপিএল ২০২৫-এর আগে স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে ধোনি জানান যে, তাঁরা গত বছরে রবীন্দ্র জাদেজা ও শিবম দুবেকে উপরের দিকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন যাতে টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন। ধোনি এটাও স্পষ্ট করে দেন যে, যখন ফ্র্যাঞ্চাইজিকে এমন সিদ্ধান্তের ফল ভুগতে হচ্ছে না, এবং উপরে ব্যাট করা প্রত্যেকেই যখন নিজেদের ভূমিকা যথাযথ পালন করছেন, তাহলে অকারণে ছক ভাঙার কোনও কারণ দেখছেন না তিনি। শেষে ধোনি জানান, এর ফলে তাঁর উপর থেকে চাপ অনেকটা কমে যায়।
আরও পড়ুন:- Dhoni Breaks Raina's Record: চেন্নাই হারলেও RCB ম্যাচে রায়নার সর্বকালীন রেকর্ড ভাঙলেন ধোনি, থালাই এখন সবার সেরা
মাহির কথায়, ‘গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তাছাড়া ২০২৪ টি-২০ বিশ্বকাপের নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল। আমাদের দলে জাড্ডু (জাদেজা) দলে ঢোকার দাবিদার ছিল। শিবম দুবে দলে ঢোকার দাবিদার ছিল। সুতরাং, আপনি নিশ্চিতভাবেই ওদেরকে একটা সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না, তাই জায়গা আটকাতে চাইনি।’
আরও পড়ুন:- CSK vs RCB All Awards List: ২টি করে পুরস্কার জিতলেন রজত ও হেজেলউড, চিপকে ম্যাচের সেরা কে? কার পকেটে ঢুকল কত টাকা?
ধোনি পরক্ষণেই বলেন, ‘ওরা ওদের কাজ যথাযথ করছে। এমনটা নয় যে, প্লেয়ারদের প্রোমোট করছেন বলে ফ্র্যাঞ্চাইজি সমস্যায় পড়ছে। সুতরাং, সবাই যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে সমস্যা কোথায়। তাছাড়া এটা আমার উপর থেকে চাপও কমায়।'