শুভব্রত মুখার্জি:- আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে হাতে গোনা আর কয়েকটা দিন। ইতিমধ্যেই সাজো সাজো রব পড়ে গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। দলগুলোও ব্যস্ত রয়েছে শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি সেরে নিতে। এমন আবহেই সুখবর এল আয়ারল্যান্ডের ক্রিকেটারদের জন্য।
টি-২০ বিশ্বকাপে খেলতে নামার আগেই বেতন বাড়ানো হল কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু বলবির্নি, হ্যারি টেক্টরদের। শুক্রবারেই এই বেতন বৃদ্ধির কথা নিশ্চিত করা হয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। ফলে বিশ্বকাপে খেলতে নামার আগে এই খবর যে বাড়তি উদ্যম যোগাবে আয়ারল্যান্ডের ক্রিকেটারদের, তা বলাই যায়।
টি-২০ বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে ক্রিকেটারদের দফায় দফায় বৈঠক হয়। দুইপক্ষের মধ্যে একটা বিরোধের পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। তা আপাতত মিটে গেছে। বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছতে সমর্থ হয়েছে আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। যা জানা গিয়েছে, প্রত্যাশামতোই নতুন চুক্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
কয়েকদিন আগেই বেতন বৃদ্ধি নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে ক্রিকেটারদের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই খবর প্রকাশিত হয়েছিল। টি-২০ বিশ্বকাপের আগে এই বিরোধ মেটাতে উদ্যোগী হয় বোর্ড। তাদের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে বোর্ড। প্রথম ক্ষেত্রে নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের যে প্রস্তাবনা ছিল তা প্রত্যাখ্যান করে দিয়েছিল আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে চুক্তি ছাড়াই ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার পরিস্থিতি তৈরি হয়েছিল।
বৃহস্পতিবার ক্রিকেট আয়ারল্যান্ড ও আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি বৈঠক হয়। তারপর তারা যৌথ বিবৃতি দিয়ে জানায়, চুক্তি নিয়ে যে এই বিষয়ে দুইপক্ষ সহমত হতে সক্ষম হয়েছে। দুই পক্ষ বর্তমানে ‘মেমোরআন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ চূড়ান্ত করার বিষয়ে কাজ করছে। শীঘ্রই তা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।
এই চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে বলে জানা গিয়েছে।ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানান, ‘বোর্ডের আয়ের সবচেয়ে বড় ভাগ ক্রিকেটারদেরই প্রাপ্য। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পেরে সন্তুষ্ট আয়ারল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও প্রাক্তন ব্যাটার সিসিলিয়া জয়েস।’
ঘটনাচক্রে সবেমাত্র শেষ হয়েছে আয়ারল্যান্ড বনাম পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজে প্রথম ম্যাচে দারুণ এক জয় পায় আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত তারা ২-১ ফলে সিরিজ হেরেছে। রবিবার থেকে তারা নেদারল্যান্ডসে খেলবে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ।