রোহিত শর্মাকে ‘মোটা’ বলে কটাক্ষ করলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন যে ভারতের ইতিহাসে জঘন্যতম অধিনায়ক হলেন রোহিত। রবিবার সন্ধ্যায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে যখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল (যে ম্যাচে জিতে গিয়েছে ভারত), তখন কংগ্রেসের জাতীয় মুখপাত্র বলেন, ‘একজন খেলোয়াড়ের নিরিখে রোহিত শর্মা বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।’ শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।
আর সেই মন্তব্যটা যে নেটিজেনরা ভালো চোখে দেখেননি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু ভারতীয় নেটিজেনরা নন, পাকিস্তানের বিশেষজ্ঞরাও কংগ্রেসের জাতীয় মুখপাত্রের মন্তব্যের তুমুল সমালোচনা করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের ক্রীড়া বিভাগের প্রধান তথা সাংবাদিক আবদুল গফ্ফর বলেছেন, '(রোহিতের) ওজন কিছুটা বেশি। কিন্তু অত্যন্ত কার্যকরী। আর বিশ্বমানের পারফর্মার। বড্ড বেশি সমালোচনা (করেছেন)।'
যদিও তাতে ক্ষান্ত হননি কংগ্রেসের জাতীয় মুখপাত্র। পালটা তিনি বলেন, ‘(সৌরভ) গঙ্গোপাধ্যায়, (রাহুল) দ্রাবিড়, (মহেন্দ্র সিং) ধোনি, (বিরাট) কোহলি, কপিল দেব, (রবি) শাস্ত্রী এবং বাকি উত্তরসূরিদের ওঁর (রোহিত) মধ্যে বিশ্বমানের কী ব্যাপার আছে? উনি একজন মাঝারি মানের অধিনায়ক এবং মাঝারি মানের খেলোয়াড়। তিনি যে ভারতের অধিনায়ক হয়েছেন, সেটা ওঁর সৌভাগ্য।’
‘আপনি তো রাহুল গান্ধীর অধীনে কাজ করেন’, কটাক্ষ নেটপাড়ার
তাতে যেন আরও চটে গিয়েছেন নেটিজেনরা। টেনে আনা হয়েছে রাজনীতি। সরাসরি নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। একজন তো চরম কটাক্ষ করে বলেছেন, '(রোহিত শর্মাকে বলছেন যে) মাঝারি মানের খেলোয়াড়, মাঝারি মানের অধিনায়ক - দয়া করে কারও সঙ্গে এই মন্তব্যের কারও যোগসূত্র বের করবেন না। আর আমি নিশ্চিত যে উনি রাহুল গান্ধীকে খোঁচা দিচ্ছেন না।' অপর একজন বলেন, ‘দয়া করে চুপ করুন ম্যাডাম, আপনি রাহুল গান্ধীর অধীনে কাজ করেন।’