শুভব্রত মুখার্জি:- ২০১৩ সালের দীর্ঘ ১১ বছর বাদে ভারত ফের আইসিসির ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। বার্বাডোজের কেনসিংটন ওভালে টানটান উত্তেজনার ফাইনাল জেতে ভারতীয় দল। একটা সময়ে মনে হয়েছিল ভারতীয় দল এই ফাইনাল ম্যাচটি হেরে যাবে। তারপর সেই পরিস্থিতি থেকেই অনবদ্য কামব্যাক করে তারা। অতিবড় ভারতীয় ক্রিকেটের সমর্থক ও যা আশা করেননি তা করে দেখান রোহিতরা। একটা সময়ে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ বলে ৩০ রান। সেখান থেকে দাঁড়িয়ে এক রুদ্ধশ্বাস ম্যাচে জেতে ভারতীয় দল। এই ফাইনাল জয় এবং ম্যাচের উত্তেজনাকর মুহূর্ত নিয়ে বলতে গিয়ে রোহিত শর্মা মন্তব্য করেছেন একটা সময়ে তিনি নাকি পুরো 'ব্ল্যাঙ্ক' হয়ে যান। অর্থাৎ তাঁর মাথা কাজ করছিল না। কী করবেন বা করবেন না তা যেন তিনি সেই সময়ে ভেবেই পাচ্ছিলেন না।
আরও পড়ুন… মোহনবাগানের আর্মান্দো সাদিকু এবার এফসি গোয়ার পথে! রিলিজের অপেক্ষায় আলবেনিয়ার তারকা ফুটবলার
বিষয়টি নিয়ে বলতে গিয়ে আমেরিকার ডালাসে এক আলাপচারিতায় রোহিত শর্মা জানিয়েছেন, ‘হ্যা সত্যি বলছি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। আমি খুব বেশি দূরে দেখি না। খুব বেশি ভাবনা চিন্তা করি না। সেই মুহূর্তে থাকাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। হাতে থাকা কাজটার দিকে ফোকাস থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের সবার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হল ওই পরিস্থিতিতে শান্ত থাকা, ধৈর্য্য ধরে থাকা। পরিকল্পনা করা। সেই পরিকল্পনা মতন কাজ করা।আমরা একটা সময়ে প্রচন্ড চাপে ছিলাম। একটা সময়ে সমীকরণ এমন ছিল যখন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩০ বলে ৩০ রান। ওই সময়ে যে পাঁচটা ওভার আমরা বল করেছি তা দুর্দান্ত। আমরা নিজেদের শান্ত রেখেছি। কাজের উপর ফোকাস রেখেছি। আমরা অন্যকিছু নিয়ে আর ভাবিইনি। সবথেকে বড় কথা আমরা ঘাবড়ে যাইনি। সাহসটা ধরে রেখেছিলাম।’
আরও পড়ুন… তোমরা কাঁদলে আমি কাঁদি....KKR ফ্যানদের চোখের জলে বিদায় গৌতম গম্ভীরের
তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা যে ঘাবড়ে যাইনি সেই ব্যাপারটা দারুণ ছিল। দলের কঠোর চরিত্রকে এটা বুঝিয়ে দেয়।’ কেনসিংটন ওভালে একটা সময়ে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩০ রান বল বাকি ছিল দুই।এই অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ তাঁর শেষ দুই ওভারে নেন একটি উইকেট।দেন মাত্র সাত রান। হার্দিক পান্ডিয়া, এনরিখ ক্লাসেনের একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ভালো বল করেন আর্শদীপ সিংও। শেষ ওভারটি বল করতে এসে প্রথম বলেই ডেভিড মিলারের উইকেটটি তুলে নিয়ে ভারতের জয়ের পথ মসৃন করেছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে জয়ের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে দীর্ঘ এক দশক বাদে আইসিসির ট্রফি জয়ের স্বাদ পায় ভারতীয় দল। শেষ ওভারে ডেভিড মিলারের একটি দুরন্ত ক্যাচ ধরে ভারতের কাজটা অনেকটাই সহজ করে দেন সূর্যকুমার যাদব।