India Vs Pakistan: ভারতের বিরুদ্ধে মহারণের আগে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমির মাঠে অনুশীলনে ব্যস্ত ছিলেন মহম্মদ রিজওয়ানের পাকিস্তান দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শুক্রবার দীর্ঘ সময় অনুশীলন করল পাকিস্তান ক্রিকেট দল। দলের অভিজ্ঞ ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক বাবর আজম এই সেশনে একাধিক বোলারের মুখোমুখি হন।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজয়ের পর কার্যত ‘মরণ-বাঁচান’ অবস্থায় রয়েছে পাকিস্তান দল। এই অবস্থায় নিউজিল্যান্ড ম্যাচ খেলে পাকিস্তান দল দুবাইয়ে রওনা হয়েছে। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ঘণ্টার অনুশীলনে ব্যস্ত ছিল পাকিস্তানের পুরো দল। অধিনায়ক মহম্মদ রিজওয়ান ছাড়া বাকি সব ব্যাটারই অন্তত ২০ মিনিট করে ব্যাটিং অনুশীলন করেন।
আরও পড়ুন … আর কোনও দিন মাটিতে পা রাখতে পারব তো? চোটের সময় আশঙ্কায় ভুগতেন শামি! বাকিটা ইতিহাস
দলের ব্যাটিং ভরসা বাবর আজম প্রতিটি বোলারের বিরুদ্ধে অন্তত দুই ওভার করে ব্যাটিং করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৯০ বলে ৬৪ রানের ধীরগতির ইনিংস খেলেছিলেন। এরপরে বাবর আজমের এই ইনিংস নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছিল। তবে এবার রোহিতদের বিরুদ্ধে ম্যাচে সেই সমস্ত বিতর্কের জবাব নিজের ব্যাট দিয়ে দিতে চান বাবর আজম। এ দিকে দুবাইয়ে রাতেই অনুশীলন করল পাকিস্তন টিম। স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় প্র্যাকটিস করলেন রিজওয়ান-বাবররা।
আরও পড়ুন … ISL 2024-25: আজই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান! গোয়ার ম্যাচ ড্র হলেই কি চ্যাম্পিয়ন? রইল অঙ্ক
এ দিকে পাকিস্তান দলের পেসার শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ, যাঁরা ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে, তাঁরা প্রত্যেকেই সাত ওভারের বেশি বল করেন। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ ও অধিনায়ক মহম্মদ রিজওয়ান দীর্ঘ সময় দলের সঙ্গে আলোচনা করেন, যেখানে কোচ আকিব মূল বক্তব্য রাখেন।
আরও পড়ুন … IPL-এ বয়স কোনও বড় বিষয় নয়… ৪৩ বছরের ধোনি আজও কীভাবে খেলে চলেছেন? রহস্য থেকে পর্দা তুললেন MSD
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করেছিল। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ৩২০/৫ করতে দেয়, যেখানে টম লাথাম ও উইল ইযং সেঞ্চুরি হাঁকান। জবাবে, পাকিস্তান দল ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়। এখন ভারতের বিরুদ্ধে জেতাই তাদের একমাত্র লক্ষ্য। দুই দলের সর্বশেষ ওয়ানডে লড়াই হয়েছিল ২০২৩ বিশ্বকাপে আমদাবাদে, যেখানে ভারত সহজ জয় তুলে নিয়েছিল।