প্রথম দিন ৭৩ ওভার খেলা হয়েছিল। বাংলা ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল। অনুষ্টুপ মজুমদার ৫৫ রানে এবং অভিষেক পোড়েল ৪৭ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। তবে খারাপ আলোর জন্য লাঞ্চের পর খেলা শুরু হয় এদিন। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানই যোগ করে আউট হয়ে যান অনুষ্টুপ। তিনি ৭১ রানেই আউট হয়ে যান। তবে সেঞ্চুরি হাঁকান অভিষেক পোড়েল। ১১৪ রান করেন তিনি। দিনের শেষে বাংলা ৮ উইকেট হারিয়ে ৩৮১ রান করেছে। উইকেটে রয়েছেন করণ লাল (৪৫ বলে ২৪) এবং সূরজ সিন্ধু জয়সওয়াল (৫১ বলে ৩৩)। দু'জনেই ভালো ছন্দে বাংলার রানের গতি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে খারাপ আলোর কারণে আগে খেলা বন্ধ হয়ে যায়।
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম ছত্তিশগড়ের ম্যাচের স্কোরকার্ড
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম ছত্তিশগড়ের ম্যাচের দ্বিতীয় দিনের খেলার আপডেট
- খারাপ আলোর জন্য ফের সময়ের আগেই বন্ধ হয়ে গেল খেলা। বাংলার শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩৮১ রান করেছে। ক্রিজে রয়েছেন করণ লাল (৪৫ বলে ২৪) এবং সূরজ সিন্ধু জয়সওয়াল (৫১ বলে ৩৩)।
- বাংলার ইতিমধ্যে ৮ উইকেট পড়ে গিয়েছে। অভিষেক পোড়েলের পর সাজঘরে ফিরে গিয়েছেন মহম্মদ কাইফও। ৬ বলে ৫ রান করে তিনি আউট হয়ে গিয়েছেন। তবে লড়াই চালাচ্ছেন করণ লাল এবং সূরজ সিন্ধু জয়সওয়াল। তাঁদের ব্যাটে ভর করেই ৩৫০ পার করে গিয়েছে বাংলা।
- সেঞ্চুরি করার পরেই আউট হয়ে গেলেন অভিষেক। ২১৯ বল খেলে ১১৪ রান করেন তিনি। ১৪টি চার এবং একটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর এই ইনিংস। দলের ৩২৬ রানের মাথায় সপ্তম উইকেট হারায় বাংলা।
আরও পড়ুন: ১৩০ রানের ঝোড়ো ইনিংস,তবু জেতাতে পারলেন না জুয়েল অ্যান্ড্রু, কর্ণ হয়ে মনে করালেন গেইল,পুরানের কথা
- বাংলা যখন ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, তখন ব্যাট করতে নেমেছিলেন অভিষেক। সঙ্গে ছিলেন অনুষ্টুপ মজুমদার। দু'জনে মিলেই হাল ধরেছিলেন বাংলার। অনুষ্টুপ আউট হয়ে গেলেও, হাল ছাড়েননি অভিষেক। তিনি সেঞ্চুরি হাঁকান। বাংলাকে দেন অক্সিজেন।
- ৬ উইকেট হারিয়েও, শেষ পর্যন্ত তিনশো পার করে গেল বাংলা। লড়াই চালাচ্ছেন অভিষেক পোড়েল।
- ৬১ বল ২১ রান করে আউট হয়ে গেলেন শুভম চট্টোপাধ্যায়। দলের ২৯৩ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় বাংলা। শুভমের পরিবর্তে ব্যাট করতে নেমেছেন করণ লাল।
আরও পড়ুন: পৃথ্বীর ২২ গজে ফেরার দিন হয়তো পিছোবে, বিশেষজ্ঞের পরামর্শ নিতে লন্ডনে যাচ্ছেন শামি
- অনুষ্টুপও সাজঘরে ফিরে গিয়েছেন। দ্বিতীয় দিন লাঞ্চের পর খেলা শুরু হলে, তিনি মাত্র ১৬ রানই যোগ করতে পারেন। ১১৮ বলে ৭১ করে আউট হয়ে যান অনুষ্টুপ। পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছে বাংলা।
- খারাপ আলোর জন্য সকালে খেলা শুরু করা সম্ভব হয়নি। লাঞ্চের পর খেলা শুরু হল বাংলার।
- এখনও খেলা শুরু করাই সম্ভব হয়নি। তাই আগেভাগেই লাঞ্চ ব্রেক দিয়ে দেওয়া হল। লাঞ্চের পর কি খেলা শুরু করা যাবে?
- খারাপ আলোর জন্য দ্বিতীয় দিনের খেলা এখনও শুরু হয়নি। খেলা শুরু হলে, বাংলাকে দ্রুত স্কোরবোর্ডে রান যোগ করতে হবে।
- প্রথদিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ২০৬ রান। অনুষ্টুপ মজুমদার ৫৫ রানে নট আউট ছিলেন। সঙ্গী অভিষেক পোড়েল ৪৭ অপরাজিত।