
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ঋষভ পন্তের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস (LSG) আইপিএল শুরুর আগেই পড়েছে মহা সমস্যায়। যে ভারতীয় পেস ব্রিগেডের ওপর ভরসা রেখেছিল সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি, সেই পেসাররা অধিকাংশই এখন চোটের কবে। মায়াঙ্ক যাদব থেকে মোহসিন খান, চোটের তালিকায় এলএসজির বেশ কয়েকজন থাকায় আইপিএল শুরুর আগে নতুন করে ভাবতে হচ্ছে তাঁদের। আবেশ খানেরও চোট এখনও সাড়েনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ বাংলাদেশ হতাশাজনক পারফরমেন্স করলেও তাঁদের বোলার তাসকিন কিন্তু নজর কেড়েছিলেন, তাই তাঁর কাছে আইপিএল খেলার সুযোগ চলে এসেছে। তাসকিন জানিয়েছেন, এলএসজির পক্ষ থেকে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) তাঁকে আইপিএলে খেলার জন্য No Objection Certificate (NOC) দেবে কিনা। এতবছরেও তাসকিন আহমেদ কখনও আইপিএলে ম্যাচ খেলেননি।
সম্প্রতি তাসকিন আহমেদ জানিয়েছেন, "আমার সঙ্গে LSG যোগাযোগ করেছিল। এবারের নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হয়নি। আর এত বড় টুর্নামেন্টে অনেক খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয় চোটের জন্য। লখনউ এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছে। তারা আমায় জিজ্ঞাসা করেছে যে, আমি কি আইপিএলের জন্য ফাঁকা আছি। কারণ ওরা আমাকে রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচনা করছে।। তারা জানতে চায় যে আমাকে নেওয়া হলে, NOC দেবে কিনা বিসিবি। আমি আশা করি এবার NOC পাব'। ২৯ বছর বয়সী তাসকিন আহমেদ আশ্বাস দিয়েছেন যে, তিনি BCB থেকে NOC পেতে পারবেন। তবে তিনি বলেছেন যে, ফ্র্যাঞ্চাইজিকেই তাকে প্রথমে ডাকতে হবে।
তাসকিন বলছেন, 'যদি তারা আমাকে চায়, তাহলে সেটা প্রথমে জানাতে হবে। যদি কোনও দলের প্রয়োজন হয় এবং আমি ফিট থাকি, তাহলে NOC-এর অনুরোধ বিবেচনা করা হয়। আমি বোর্ডের সাথে কথা বলেছি। যদি আমাকে ডাকা হয়, তাহলে আমাদের আলোচনার ভিত্তিতে বলতে পারি, যে NOC নিয়ে কোনো সমস্যা হওয়া উচিত নয়"।
প্রসঙ্গত লখনউ শিবিরে মোহসিন খানের রিপ্লেসমেন্ট হিসেবে ইতিমধ্যেই শার্দুল ঠাকুরকে নেওয়ার কথা চলছে। শামার জোসেফ ছাড়া সেরকম ভালো বিদেশি পেসার বা ভারতীয় পেসারও বর্তমানে ফিট না থাকাতেই তাসকিনের কথা ভাবনা চিন্তা করছে LSG। প্রসঙ্গত তাঁরা আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে সোমবার অক্ষর প্যাটেল নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports