শুভব্রত মুখার্জি: জো রুট, বেন স্টোকসদের নাম আজ ক্রিকেট বিশ্বে জনপ্রিয় বললে মনে হয় অনেকটাই কম বলা হয়ে যাবে। ক্রিকেট খেলাটা দেখেন, ভালোবাসেন এমন কোন লোক নেই যারা তাদের নাম জানেন না। একটা পর্যায়ে এই দুই তারকার অধিনায়ক ছিলেন আজিম রফিক। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন এই দুই তারকা। তবে তারা ইংল্যান্ডের সিনিয়র দলে সুযোগ পেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলেও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে তাঁর। এর মাঝেই কয়েক বছর আগেই তিনি সামনে আনেন ইয়র্কশায়ার কাউন্টি দলের ড্রেসিংরুমে ঘটে যাওয়া বর্ণবৈষম্যের নানা ঘটনা। যা তোলপাড় ফেলে দিয়েছিল ক্রিকেট বিশ্বে। সেই আজিম রফিক এবার তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে খেলতে তিনি মুখিয়ে ছিলেন।এতটাই তাঁর জেদ ছিল সিনিয়র দলের হয়ে খেলা যে যা খুশি করতে প্রস্তুত ছিলেন তিনি!
আরও পড়ুন… T20 WC 2024: ব্যর্থতার দায় নিয়ে কি এবার পাকিস্তান দলের নেতৃত্ব ছেড়ে দেবেন বাবর আজম?
পাশাপাশি নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিতে সুরাপানও তাঁকে শুরু করতে হয়েছিল বলে জানান আজিম রফিক। এই ঘটনা কীভাবে তাঁর মানসিক সমস্যা বাড়িয়ে দিয়েছিল তাও জানিয়েছেন তিনি। জো রুট ইয়র্কশায়ারের বর্ণবৈষম্য বিতর্ক চলার সময়ে যে জবানবন্দি দিয়েছিলেন তাতেও যে তিনি হতাশ হয়েছিলেন তাও জানাতে ভোলেননি তিনি। একটা সময়ে ইয়র্কশায়ারের অধিনায়কত্ব ও করেছেন আজিম রফিক। তাঁকে যখন দল থেকে বসিয়ে দেওয়া হয় তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। এই ঘটনার দুই বছর আগেই প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে ইয়র্কশায়ারের অধিনায়ক হওয়ার নজির গড়েছিলেন আজিম রফিক। তাঁর ক্রিকেট কেরিয়ারের দিকে তাকিয়েই তাঁর পরিবার ইংল্যান্ডে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলেও জানান তিনি।
আরও পড়ুন… ভিডিয়ো: BAN vs NEP ম্যাচে সেলিব্রেশন করতে গিয়ে সুইমিং পুলে পড়ে গেলেন ভক্ত! কী হল তারপর?