সেঞ্চুরিয়নে যখন উইকেটের খোঁজে বিস্তর ঘাম ঝরাতে হয় জসপ্রীত বুমরাহদের, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকাকেই বল হাতে আগুন ঝরান আবেশ খান। বেনোনিতে দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতীয়-এ দলের হয়ে দাপুটে বোলিং করেন আবেশ।
একা আবেশ খানই নন, বরং পালা করে উইকেট তোলেন নভদীপ সাইনি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা। ফলে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা-এ দল মাথা তুলে দাঁড়াতে পারেনি।
বৃষ্টির জন্য এ-দলের দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়। দ্বিতীয় দিনেও ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টসভাগ্য সঙ্গ দেয় ভারতীয়-এ দলকে। টস জিতে ভারত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকা-এ দলকে।
অনুকূল পরিবেশে আবেশ খানরা ধারাবাহিকভাবে উইকেট তুলতে থাকেন। দলগত ১৭ রানের মাথায় দক্ষিণ আফ্রিকা ওপেনার জোশুয়া রিচার্ডসের উইকেট হারিয়ে বসে। ২২ বলে ১৩ রান করে সাইনির বলে আউট হন রিচার্ডস। দলগত ৫২ রানের মাথায় দক্ষিণ আফ্রিকা-এ দল জুবাইর হামজার উইকেট হারায়। ২৬ বলে ২০ রান করেন জুবাইর।
প্রোটিয়ারা দলগত ১০৬ রানে ৫ উইকেট হারিয়ে বসে। খায়া জোন্দো খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। উইকেটকিপার রিয়ান রিকেলটন ৬ রান করে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন ম্যাথু ব্রিৎজকে ৩৬ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান।
ছয় নম্বরে ব্যাট করতে নেমে সিনতেম্বা কেসিল ৩৪ রানের যোগদান রাখেন। বেয়ার্স সোয়ালপোল ১০ রান করে নিজের উইকেট দেন। মন্দ আলোয় দ্বিতীয় দিনের খেলাও শেষ হয় নির্ধারিত সময়ের অনেক আগে। সারা দিনে খেলা হয় মোটে ৫৫.৫ ওভার। দক্ষিণ আফ্রিকা-এ দল তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে।
আরও পড়ুন:- IND vs SA 1st Test: ব্রডের মতো বেল বদলে তুকতাক কোহলির, তার পরেই আউট টনি ডি'জর্জি- ভিডিয়ো
বিয়র্ন ফরচুইন ব্যক্তিগত ১২ রানে অপরাজিত থাকেন। ১৭ রানে নট-আউট থাকেন দুয়ান অলিভিয়ের। প্রোটিয়ারা ১৬ রান উপহার পায় অতিরিক্ত হিসেবে।
আবেশ খান ১৩ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১০ ওভারে ৫টি মেডেন-সহ ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন অক্ষর প্যাটেল। ৯.৫ ওভারে ২টি মেডেন-সহ ১৭ রানের বিনিময়ে ১টি উইকেটে পকেটে পোরেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া ৪৫ রানে ১টি উইকেট নেন নভদীপ সাইনি। উইকেট পাননি আকাশ দীপ।