আর কিছুদিনের মধ্যেই শুরু হবে আইপিএল-এর ১৭তম মরশুম, তবে তার আগে সামনে এসেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আসলে চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। এই সময়ে টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বর্ডার গাভাসকর সিরিজ নিয়ে একটি বড় আপডেট বেরিয়ে এসেছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ কবে থেকে শুরু হবে এবং কোন মাঠে খেলা হবে সে সম্পর্কে একটি বড় আপডেট সামনে এসেছে। এই সময়ের মধ্যে দিবা-রাত্রির টেস্ট হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন… শুভমন গিল নয়, IPL 2024-এ শাহরুখ খানই হয়ে উঠবেন GT-র প্রধান নায়ক: আশিস নেহরার ভবিষ্যদ্বাণী
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে যে, চলতি মাসের পর সূচি ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। মনে করা হচ্ছে নভেম্বরের শেষ দিকে শুরু হতে পারে এই টেস্ট সিরিজটি। এটি ২০২৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থে। দ্বিতীয় টেস্ট খেলা হবে অ্যাডিলেডে। সূত্রের খবর, এই ম্যাচটি দিবারাত্রির টেস্ট ম্য়াচ হতে পারে। ব্রিসবেনে তৃতীয় টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যথারীতি বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে এবং নতুন বছরের টেস্ট ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হতে পারে।
দেখে নিন ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্ভাব্য ভেন্যু-
প্রথম টেস্ট- পার্থ
দ্বিতীয় টেস্ট – অ্যাডিলেড (ডে-নাইট টেস্ট)
তৃতীয় টেস্ট-ব্রিসবেন
চতুর্থ টেস্ট – মেলবোর্ন (বক্সিং ডে)
পঞ্চম টেস্ট – সিডনি (নতুন বছরের টেস্ট)
ভারতীয় দল গত দু'বারই অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম করেছিল। ভারতীয় দল গত দুবার অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম করেছে। ২০১৮-১৯ সালে, দলটি চার ম্যাচের সিরিজ ২-১ জিতেছিল। এরপর ২০২০-২১ সালেও ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল এবং তারা ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছিল। ২০১৪-১৫ এর পর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চারটি টেস্ট সিরিজ খেলা হয়েছে। চারটি টেস্ট সিরিজই জিতেছে ভারত। যদিও গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন… Gujarat Titans New Jersey: নতুন অধিনায়কের পর নতুন কিট, নয়া ভাবে সেজে উঠল Gujarat Titans