২০২৩ এশিয়া কাপ জুড়ে বেশির ভাগ ম্যাচেই শ্রীলঙ্কার ভক্তদের দূরে সরে থাকতে দেখা গিয়েছে এবং ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের প্রচুর আসন ফাঁকা পড়ে থাকতে দেখা গিয়েছে। এমন কী শনিবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সুপার ফোরের সংঘর্ষেও স্টেডিয়াম ছিল ফাঁকা।
ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়াম পুরো ফাঁকা।
ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ ঘিরে সব সময়েই উত্তেজনা থাকে তুঙ্গে। এই ম্য়াচের পারদ একেবারে আকাশছোঁয়া থাকে। বিশ্বের যে কোনও প্রান্তেই ভারত-পাকিস্তান মুখোমুখি হোক না কেন, ম্যাচের উন্মাদনায় এতটুকু ভাঁটা পড়ে না। কিন্তু রবিবার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দেখা গেল একেবারে আলাদা ছবি। যা দেখে হতবাক বিশ্ব ক্রিকেটও।
ভারত এবং পাকিস্তান- দুই এশিয়ান জায়ান্ট এই মুহূর্তে রাজনৈতিক কারণে শুধুমাত্র এসিসি এবং আইসিসি-র কোনও ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়। যে কারণে অনেক দিন পরপর ম্যাচ হওয়ায় ভক্তদের মধ্যে উত্তেজনাটাই আলাদা থাকে। তবে রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে একেবারে বিপরীতধর্মী ছবি দেখা গিয়েছে। প্রেমদাসা স্টেডিয়ামের অধিকাংশ স্ট্যান্ডই এদিন ফাঁকা পড়েছিল। ভক্তদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ হাফিজ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ চলার সময়ে স্টেডিয়ামের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে পুরো স্ট্যান্ডই খালি পড়ে রয়েছে। এমন মর্মান্তিক দৃশ্য এর আগে কখনও ভারত-পাকিস্তান ম্যাচে দেখা গিয়েছে কিনা সন্দেহ! কলম্বোতে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে লড়াই করছে। অথচ স্টেডিয়াম ফাঁকা। যা দেখে হাফিজের মন্তব্য, তিনি কখনও-ই শ্রীলঙ্কার সমর্থকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া প্রত্যাশিত করেননি।
২০২৩ এশিয়া কাপ জুড়ে বেশির ভাগ ম্যাচেই শ্রীলঙ্কার ভক্তদের দূরে সরে থাকতে দেখা গিয়েছে এবং ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের প্রচুর আসন ফাঁকা পড়ে থাকতে দেখা গিয়েছে। এমন কী শনিবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সুপার ফোরের সংঘর্ষেও স্টেডিয়াম ছিল ফাঁকা।
এক্সে (আগের টুইটারে) হাফিজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন খালি স্ট্যান্ডের ছবি শেয়ার করে সঙ্গে লিখেছেন, ‘#PAKvIND (পাকিস্তান বনাম ভারত) ম্যাচে ক্রিকেট ভক্তদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া আগে কখনও দেখিনি। #AsiaCup2023 @ACCMedia1 খালি স্টেডিয়াম?’