মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্ট, ১৯ বছরের ক্রিকেটারের দিকে নজর রয়েছে চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির। আইপিএল ২০২৫-এর মেগা নিলামের ঠিক আগের দিন মারকাটারি ইনিংস খেলে আগেভাগে নিজের দাম বাড়িয়ে রাখলেন অর্শিন কুলকার্নি। নাগাল্যান্ডের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বিধ্বংসী হাফ-সেঞ্চুরি করে রিটায়ার্ড আউট হন মহারাষ্ট্রের ওপেনার।
হায়দরাবাদের ১৯ বছর বয়সী ব্যাটিং অল-রাউন্ডার অর্শিন কুলকার্নি ভারতীয় ক্রিকেটমহলের নজর কেড়ে নেন যুব বিশ্বকাপের সময় থেকেই। ২০২৪ আইপিএল নিলামে দলও পেয়ে যান তিনি। অর্শিনকে ২০ লক্ষ টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। যদিও মোটে ২টি ম্যাচে মাঠে নামায় তাঁকে।
এবার আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ছাড়াও অর্শিনকে ট্রায়ালে ডাকে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। বোঝাই যাচ্ছে যে, অর্শিনকে দলে নিতে আগ্রহী তারা। আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের যে যথাযথ কারণ রয়েছে, অর্শিন সেটা বুঝিয়ে দেন শনিবার।
শনিবার হায়দরাবাদের উপ্পলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ই-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে মহারাষ্ট্র ও নাগাল্যান্ড। টস জিতে নাগাল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠান মহারাষ্ট্র দলনায়ক রাহুল ত্রিপাঠী। নাগাল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫০ রান তোলে।
ওপেন করতে নেমে ৫৬ বলে ৫৯ রান করে নট-আউট থাকেন শামফ্রি তেরাঙ্গ। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ২৪ বলে ৩৫ রান করেন উইকেটকিপার চেতন বিস্ট। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন জগদীশা সূচিত। মহারাষ্ট্রের হয়ে ৩ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নেন মুকেশ চৌধরী। অর্শিন কুলকার্নি ৩ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন।
পালটা ব্যাট করতে নেমে মহারাষ্ট্র ১৫.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে মহারাষ্ট্র। অর্শিন কুলকার্নি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৩৯ বলে ৬২ রান করে রিটায়ার্ড আউট হন। মারেন ৮টি চার ও ২টি ছক্কা। এছাড়া ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৭৩ রান করেন অঙ্কিত বাউনি।