
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রোহিত শর্মার ছেলের সঙ্গে কি মজা করছেন অনুষ্কা শর্মা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে এমনই জল্পনা শুরু হয়েছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুবাইয়ের মাঠে এক খুদের সঙ্গে মজা করছেন অনুষ্কা। তাকে সম্ভবত হাসানোর চেষ্টা করছেন। হেসে-হেসে কথা বলছেন। আর ভিডিয়োয় যে খুদেকে দেখা গিয়েছে, সে ভারতীয় অধিনায়ক রোহিতের ছেলে আহান বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, খুদে যাঁর কোলে ছিল, তিনি হচ্ছেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে। আর রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের ম্যাচ দেখতে এসে সেই সাক্ষাৎ হয়েছে বলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছে।
যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সরকারিভাবে জানানো হলেও এখনই সেই সম্ভাবনা নেই। কারণ আপাতত দুবাইয়ে ভারতের ম্যাচ চলছে। এখনও যেদিকে যেতে পারে ম্যাচ। ভারত যে ২৫০ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে, সেটা তাড়া করতে নেমে ৪৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর সাত উইকেটে ১৯৩ রান। অর্থাৎ জয়ের জন্য ছয় ওভারে ৫৭ রান চাই কিউয়িদের। ২৯ বলে ২৬ রান করেছেন মিচেল স্যান্টনার। তিন বলে দু'রানে খেলছেন ম্যাট হেনরি।
আর সেই হাড্ডাহাড্ডি ম্যাচটা মাঠ থেকেই দেখছেন অনুষ্কারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম দুটি ম্যাচের সময় মাঠে ছিলেন না বিরাট-পত্নী। তবে রবিবার একদিনের ক্রিকেটে বিরাটের ৩০০ তম ম্যাচ ছিল। সেই ম্যাচে বিরাটকে সমর্থন করতে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আসেন। তবে ভারতীয় তারকা বেশি রান করতে পারেননি। মাত্র ১১ রান করেই ড্রেসিংরুমে ফিরে যান। যদিও তাতে বিরাটের কার্যত কোনও ভুল ছিল না। গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য দক্ষতার কাছে তাঁকে হেরে যেতে হয়।
সেই ধাক্কা কাটিয়ে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৪৯ রান তোলে ভারত। ৭৯ রান করেন শ্রেয়স আইয়ার। অক্ষর প্যাটেলের থেকে আসে ৪২ রান। কেএল রাহুল আবার ২৩ রান করেন। ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। ১৬ রান করেন রবীন্দ্র জাদেজা।
কিউয়িদের হয়ে আট ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট নেন হেনরি। পরে ব্যাট করতে নেমে কিউয়িদের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন। আর ভারতের হয়ে আপাতত তিনটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট পেয়েছেন হার্দিক, অক্ষর, কুলদীপ যাদব এবং জাদেজা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports