সচিন তেন্ডুকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় দলের ফ্যাভ ফাইভের অভাব টেস্টে কিছুটা হলেও পূরণ করে দিয়েছিল ২০২৮ সালের বর্ডার গাভাসকর সিরিজ জিতে আসা বিরাট কোহলির দল। সেই দলে টপ অর্ডারে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মতো টেস্ট খেলোয়াড়ররা। যারা দরকার অনুযায়ী টেস্টকে টেস্টের মতোই খেলতে জানতেন। কিন্তু বিরাট কোহলির অবসরে ভারতীয় দলের সেটআপ-টাই যেন ভেঙে যেতে বসেছে। কারণ গিল হোক বা যশস্বী, পন্ত হোক বা রাহুল, এরা কেউই তেমন পুরোনো দিনের টেস্ট ব্যাটারদের মতো খেলতে অভ্যস্ত নন।
বিদেশে সফল নন শুভমন গিল
বছর দুয়েক আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল রাহানে আর পূজারাকে টেস্টে ফেরানো হবে না। এবার রোহিত শর্মার অবসরের পাঁচদিনের মাথায় বিরাট কোহলিও সরে দাঁড়িয়েছেন টেস্ট থেকে। আর এক সপ্তাহ পরই বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসতে চলেছে ইংল্যান্ড সিরিজে দল নির্বাচনের। তবে তাঁরাও যে অনভিজ্ঞ দল নিয়েই কার্যত ইংল্যান্ড সফরে যাবে তা বলাই বাহুল্য। কারণ লোকেশ রাহুল, ঋষভ পন্তরা কেউই বিরাট রোহিতের ধারে কাছে আসেননা। আর জাদেজার স্পিন ইংল্যান্ডে কতটা এফেক্টিভ হবে, তাও জানা নেই। আর অধিনায়কত্বে চাপ গিলের খেলা নষ্ট করবে কিনা, তার উত্তরও সময়ই দেবে।
একঝলকে দেখে নেওয়া যাক, টিম ইন্ডিয়ার ওপেনিং কারা করতে পারে?
এক্ষেত্রে একজন ওপেনার হিসেবে যশস্বী জসওয়াল থাকছেন, তিনি ১৯ টেস্টে ১৭৯৮ রান করেছেন। ব্যাটিং গড় ৫২.৮৮, অস্ট্রেলিয়াতেও যথেষ্ট ভালো খেলেছেন বাকিদের তুলনায়। সেখানে তাঁর গড় ছিল ৪৩.৪৪। দেশের বাইরে রয়েছে দুটি শতরান, একটি অস্ট্রেলিয়ায়।