আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তারকাখচিত স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ১৫ জনের মূল স্কোয়াড আইপিএল তারকায় ঠাসা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে প্রোটিয়া দলকে রীতিমতো শক্তিশালী বলা যায়।
১৫ জনের মূল স্কোয়াডে নাম নেই লুঙ্গি এনগিদির, যিনি এবছর চোটের জন্য আইপিএল থেকে সরিয়ে নেন নিজেকে। যদিও তারকা পেসার যে এই মুহূর্তে ম্যাচ ফিট, সেটা বোঝা যায় প্রোটিয়া বোর্ডের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড দেখেই। কেননা ১৫ জনের দলে না থাকলেও লুঙ্গি এনগিদি ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডের সঙ্গে বিশ্বকাপে উড়ে যাবেন।
লুঙ্গি এনগিদি ছাড়াও ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে বিশ্বকাপের আসরে থাকবেন নান্দ্রে বার্গার। ১৫ জনের মূল স্কোয়াডে ফিরে এসেছেন এনরিখ নরকিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, এস-২০'র পারফর্ম্যান্স দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন এমন দু'জন ক্রিকেটার, যাঁরা আগে কখনও আন্তর্জাতিক টি-২০ খেলেননি।
উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট ও ২টি ওয়ান ডে খেললেও এই প্রথমবার ডাক পেলেন টি-২০ স্কোয়াডে। ডানহাতি পেসার ওটনেল বার্টম্যান আগে কখনও আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি। এই প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ তৈরি করেন তিনি।
প্রত্যাশা মতোই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এডেন মার্করাম। তাঁর নেতৃত্বে বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন কুইন্টন ডি'কক, ডেভিড মিলার, এনরিখ ক্লাসেন, কাগিসো রাবাদার মতো অভিজ্ঞ তারকারা। স্কোয়াডে রয়েছেন দুই অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ ও তাবরেজ শামসি। সেই সঙ্গে মারকো জানসেন, জেরাল্ড কোয়েটজির মতো তরুণ পেসারদেরও ঠাঁই হয়েছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে।
আরও পড়ুন:- একটি মাঠে সব থেকে বেশি IPL উইকেট, মালিঙ্গার রেকর্ড ভেঙে সেরা ৫-এর শীর্ষে নারিন
টি-২০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার ১৫ জনের স্কোয়াড:-
এডেন মার্করাম (ক্যাপ্টেন), ওটনেল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি'কক, বিয়র্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, মারকো জানসেন, এনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি ও ত্রিস্তান স্টাবস। ট্র্যাভেলিং রিজার্ভ- নাদ্রে বার্গার ও লুঙ্গি এনগিদি।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ডি-গ্রুপে রয়েছে। তারা ৩ জুন নিউ ইয়র্কে তাদের প্রথম লিগ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৮ জুন দ্বিতীয় লিগ ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১০ জুন দক্ষিণ আফ্রিকা তাদের তৃতীয় লিগ ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এই ২টি ম্যাচও খেলা হবে নিউ ইয়র্কে। ১৪ জুন সেন্ট ভিনসেন্টে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ লিগ ম্যাচে মাঠে নামবে নেপালের বিরুদ্ধে।