জুলাই মাস শেষের মুখে। অথচ এখনও বেরোয়নি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস ২০২৪-এর রেজাল্ট। হাজার হাজার পরীক্ষার্থী অপেক্ষা করে থাকে এই ফলাফলের জন্য। শনিবার জয়েন্টের রেজাল্ট নিয়ে মুখ খুললেন বোর্ড চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘ফলাফল গত ৫ জুনই প্রকাশিত হওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আইনি জটিলতার কারণে আটকে রয়েছে ফলপ্রকাশ।’
কী আইনি জটিলতা?
সংবাদমাধ্যম পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার কারণেই থমকে রয়েছে সবটা। কিন্তু জটিলতা ঠিক কোথায়? আদালতে এই সংক্রান্ত মামলা চলছে। সোনালি এই দিন জানান, ‘২০১৪ সালের ডব্লিউবিজেইই গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল পরীক্ষা সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানের ক্ষমতা রাজ্য সরকারের থাকবে। বোর্ডকে নির্দেশনা জারি করার ক্ষমতাও থাকবে সরকারের হাতে যা বোর্ড মেনে চলবে। কিন্তু ওবিসি ইস্যুতে জয়েন্ট এন্ট্রাস বোর্ডের কোনও ক্ষমতা নেই।’
আরও পড়ুন - অপারেশন সিঁদুর এবার NCERT-এর সিলেবাসে! কোন ক্লাসে? কী পড়ানো হবে বিশেষ মডিউলে?
কী বললেন চেয়ারপারসন
চেয়ারপারসন বলেন, ‘২০১৪ সালের বিজ্ঞপ্তির আরেকটি ধারায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আইন ২০১৩ এবং তার অধীনে প্রণীত বিধি অনুযায়ী SC, ST, OBC-এর প্রার্থীদের জন্য পৃথক মেধা তালিকা তৈরি করতে হবে।’ পিটিআই সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘একবার আইনটি দেখুন। ওবিসি ইস্যুতে WBJEEB-এর কোনও ক্ষমতা নেই। আমরা ৫ জুন ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু ততক্ষণে সংরক্ষণের বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে।’
শিক্ষার্থীদের চিঠি বোর্ডকে
শুক্রবার, একদল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী বোর্ডকে চিঠি লিখে ফলাফল ঘোষণায় বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে স্নাতক ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির পরীক্ষা ২৭শে এপ্রিল অনুষ্ঠিত হওয়ার পর তিন মাস হয়ে গিয়েছে। এখনও জয়েন্ট এন্ট্রাস বোর্ড ফলাফলের জন্য কোনও আপডেট বা আনুমানিক তারিখ জানায়নি।’ তাদের কথায়, ‘এত দীর্ঘ অনিশ্চয়তা আমাদের চরম মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হচ্ছে।’
আরও পড়ুন - ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র ঘুম উড়িয়েছে জঙ্গিদের! তামিলভূমে ঝোড়ো বার্তা মোদীর
ব্রাত্য বসুর কথায়…
প্রার্থীরা জানিয়েছেন, তারা জয়েন্ট এন্ট্রাস বোর্ড এবং শিক্ষা বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু কোনও বাস্তব সাড়া পাননি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছিলেন যে রাজ্য সরকার জয়েন্ট এন্ট্রাস বোর্ড ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত। তবে ওবিসি সংরক্ষণ ইস্যুতে আইনি প্রক্রিয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।