পনেরো দিনের মধ্যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা তৈরি করতে হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যেই জয়েন্টের যে মেধাতালিকা তৈরি করতে হবে, সেটার ক্ষেত্রে সাত শতাংশ সংরক্ষণের নীতি মেনে চলতে হবে। অন্তর্ভুক্ত করতে হবে ৬৬টি সম্প্রদায়কে। অর্থাৎ রাজ্য সরকারের নয়া ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকা অনুযায়ী রাজ্য জয়েন্ট পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে পারবে না বোর্ড।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচি
১) পরীক্ষার দিনক্ষণ: ২৭ এপ্রিল।
২) প্রাথমিক অ্যানসার কি বা উত্তরপত্র প্রকাশ: ৯ মে।
৩) ওএমআর রেসপন্স শিট প্রকাশ: ২৩ মে থেকে ২৫ মে।
৪) পরীক্ষা প্রকাশের দিনক্ষণ: এখনও দিনক্ষণ জানানো হয়নি।
আরও পড়ুন: পড়াশোনার জন্য বিশ্বের সেরা শহর কোনটা? তালিকায় ভারতের ৪, সবথেকে খরচ কম কলকাতায়?
ওবিসি জটে জয়েন্টের রেজাল্ট বেরোয়নি
আর সেই পরিস্থিতিতে আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল, সেটা হবে না। রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভরতির জন্য গত ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। কিন্তু ওবিসি মামলার জটের জন্য ফলপ্রকাশের বিষয়টি এখনও ঝুলে আছে। সর্বভারতীয় স্তরের (জেইই) ফল প্রকাশিত হয়ে গেলেও রাজ্যের জয়েন্ট পরীক্ষার ফলপ্রকাশিত হয়নি।
আরও পড়ুন: নিটের প্রথম একশোয় বাংলার মাত্র ৩ জন, তবে ডাক্তারিতে সুযোগ পেলেন বেশি, টপার কে?
৭৭টি গোষ্ঠীর শংসাপত্র বাতিল, বৈধ ৬৬টি গোষ্ঠী
আসলে ২০২৪ সালে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে ২০১০ সালের পরবর্তী যাবতীয় ওবিসি সার্টিফিকেট (শংসাপত্র) বাতিল করে দিতে হবে। ২০১০ সাল থেকে মোট ৭৭টি গোষ্ঠীকে (বাম আমলে ৪২টি গোষ্ঠী এবং ২০১২ সালে তৃণমূল কংগ্রেসের আমলে ৩৫টি গোষ্ঠী) ওবিসি তকমা দেওয়া হয়েছিল। হাইকোর্টের রায়ে ওই ৭৭টি গোষ্ঠীর শংসাপত্র বাতিল হয়ে যায়। ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি গোষ্ঠীকে ওবিসি তকমা দেওয়া হয়েছিল, তারাই শুধুমাত্র বৈধ বলে বিবেচিত হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: বাজারে IIT খড়্গপুরের ঝড়! ১ কোটির বেশি বেতনের অফার পেলেন ৯, সর্বোচ্চ কত?
রাজ্যের নয়া তালিকায় স্থগিতাদেশ
সেই পরিস্থিতিতে চলতি বছরের জুনে ওবিসি-এ এবং ওবিসি-বি শ্রেণির আওতায় ১৪০টি উপশ্রেণিকে সংরক্ষণ প্রদান নিয়ে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার উপরে চলতি বছরের ১৭ জুন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ২৮ জুলাই হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল যে ৭ অগস্ট ফলপ্রকাশ করা হবে। যদিও শেষপর্যন্ত সেটা হল না।