WB Police jobs: আরও প্রায় ৩০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পুলিশের, আবেদন ২৩ মার্চ পর্যন্ত
2 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2021, 12:02 PM IST- n এবং ডিরেক্টরেট অফ সিভিল ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট -তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি :
১) অসংরক্ষিত প্রার্থী - ২২০ টাকা (আবেদন ফি ২০০ টাকা এবং প্রসেসিং ফি ২০ টাকা)।
২) তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থী - ২০ টাকা (প্রসেসিং ফি ২০ টাকা)।
অনলাইন আবেদন - অনলাইনে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের ২২৫ টাকা (৩২৫ টাকার সঙ্গে পাঁচ টাকা সার্ভিস চার্জ) দিতে হবে (যাঁরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেট বা অন্যান্য অ্যাপের মাধ্যমে টাকা জমা দেবেন)। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ২৫ টাকা দিতে হবে।
সহজ মিত্র কেন্দ্র - 'সহজ মিত্র কেন্দ্র'-এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য অসংরক্ষিত প্রার্থীদের ২৪৩ টাকা ফি (জিএসটি-সহ পরিষেবা খরচ ধরে) দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের মোট ৪৩ টাকা আবেদন ফি পড়বে।
।