UPSC সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার দিন ঘোষণা করা হবে ৫ জুন। বুধবার UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সংশোধিত নির্ঘণ্ট ৫ জুন, ২০২০ তারিখে আপলোড করা হবে।UPSC সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। ৪ মে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ২০২০ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে।২০ মে, বুধবার UPSC পরীক্ষার নতুন তারিখ ঘোষণার কথা ছিল। কিন্তু কমিশন আবার নতুন তারিখ জানানোর সিদ্ধান্ত স্থগিত রেখেছে।বলা হয়েছে, ৫ জুন upsc.gov.in ওয়েবসাইটে প্রকাশ করার পরে পরীক্ষার সংশোধিত তারিখগুলি পরীক্ষার্থীরা জানতে পারবেন।প্রতি বছর সাত লাখেরও বেশি পরীক্ষার্থী UPSC প্রিলিমিনারি পরীক্ষাগুলির জন্য আবেদন করেন। এই পরীক্ষা জনপ্রিয়তার নিরিখে ভারতে প্রথম সারিতে রয়েছে। চলতি বছর ১০ লাখ প্রার্থী UPSC প্রিলিম পরীক্ষায় বসছেন।IAS, IFS, IPS-সহ বিভিন্ন পদে প্রার্থী বাছাই করতে প্রতি বছর সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করে UPSC।